জয়দীপ হালদার, উস্তি (দক্ষিণ ২৪ পরগণা): বোমাকে (Bomb) বল ভেবে খেলতে গিয়েছিল শিশু। ঘুণাক্ষরেও আন্দাজ করেনি যে কী সাংঘাতিক জিনিসের দিকে হাত বাড়াচ্ছে সে। কিন্তু যা হওয়ার, তাই হল। বোমা বিস্ফোরণ হয়ে জখম (injured) হয় শিশু। 


বোমা ফেটে জখম শিশু


দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে বোমা ফেটে জখম হল শিশু। জখম শিশুকে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা করা হয়।
কে বা কারা রেখে যায় বোমা সেই নিয়ে খোঁজ চলছে।


কোথায় বোমা পায় শিশুটি?


বাড়ির পাশে জঙ্গলে রাখা ছিল তাজা বোমা। সেখান থেকেই বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে ঘটে বিপত্তি। বোমা ফেটে গুরুতর জখম হয়েছে দুই শিশু। ঘটনাটি ঘটেছে উস্তির উত্তর কুসুমের কেয়াকনাতে। আহত শিশুদের ডায়মন্ড হারবার মহকুমার হাসপাতলে নিয়ে আসে পরিবারের সদস্যরা। তবে পরে ওই দুই শিশুকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।


আরও পড়ুন: Flight Problem: বিকট শব্দ বিমানে, আতঙ্কে যাত্রীদের চিত্‍কার! রাঁচি-কলকাতা ইন্ডিগোর উড়ান ঘিরে সমস্যা


দিন দুই আগে রতুয়ায় বোমা ফেটে জখম হয়ল এক নাবালিকা। রতুয়ার গৌরীপুরে চাষের জমিতে ঘাস কাটতে গেলে বিস্ফোরণ হয়। আর সেই বিস্ফোরণে গুরুতর আহত হয় ৯ বছরের নাবালিকা। গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যালে। 


গত ২৭ মার্চ বর্ধমানে বাগান পরিষ্কার করতে গিয়ে বোমা ফেটে জখম হন গৃহকর্তা। ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশবাহিনী এবং বম্ব ডিটেকশন স্কোয়াড। পুলিশ কুকুর নিয়ে গোটা এলাকা জুড়ে চালানো হয় তল্লাশি।


শনিবার উত্তর ২৪ পরগনার জগদ্দলের গোলঘর জিলিপি মাঠের ধারে বটগাছের কোটর থেকে ৮টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাধুমাঠ অঞ্চল থেকে একটি আগ্নেয়াস্ত্র-সহ ২ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। বীজপুরেও আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ-এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।