কলকাতা: বিমানে সমস্যা নতুন না হলেও ফ্লাইটের মধ্যে বসে আচমকা এমন অসুবিধার মধ্যে পড়লে মনের যেমন অবস্থা হয়, তেমনই হল রাঁচি (Ranchi)-কলকাতা (Kolkata) ইন্ডিগোর (Indigo) বিমানে। যান্ত্রিক ত্রুটির জেরে প্রচণ্ড সমস্যায় পড়ে যাত্রীরা। গোটা ঘটনা নিয়ে বিক্ষোভও দেখান তাঁরা।
এদিন, রাঁচি-কলকাতা ইন্ডিগোর বিমানে হঠাৎই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। উড়ানে সমস্যাও হয় টেকঅফের আগে। আচমকাই উড়ানে বন্ধ হয়ে যায় এসি, বিকট শব্দও হতে শুরু করে বলে দাবি। এই ঘটনার পর আতঙ্কে যাত্রীদের চিত্কার শোনা যায়। এরপর রানওয়ে থেকেই ফিরিয়ে নিয়ে আসা হয় বিমান। রাঁচি বিমানবন্দরে যাত্রীদের বিক্ষোভও চলে এই ঘটনায়। অভিযোগে বলা হয়, ‘ফিরিয়ে নিয়ে আসার পর বিমানের দরজা খুলতে দেরি হয়'।
সংবাদসংস্থা পিটিআইকে আধিকারিকরা জানিয়েছেন যে এটি একটি টেকনিকাল সমস্যা। বিমানবন্দর ছেড়ে টেকঅফের সময় যান্ত্রিক গোলযোগ হয়। রাঁচির এয়ারপোর্ট ডিরেক্টর বিনোদ শর্মা বলেন, "বিমানের এয়ারকন্ডিশনারে কিছু সমস্যা দেখা যায়। সেটি আচমকাই বন্ধ হয়ে যায়। এরপরই বিমানটিকে যথাস্থানে আনা হয় এবং মেরামতির কাজ চলছে।"
৭২ আসনের এই ইন্ডিগো ফ্লাইটটিতে ৬২ জন যাত্রী ছিল। সকাল ৯টায় টেকঅফের কথা ছিল। সেই সময়ই গন্ডোগোল ঘটে। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় যে তাঁরা যাত্রীদের জন্য বিকল্প উড়ানের ব্যবস্থা করে দিয়েছে।