রঞ্জিৎ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: মদ্যপানের সময় বোনকে নিয়ে ‘কটূক্তি’।  বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে (Youth allegedly murders friend) । দক্ষিণ ২৪ পরগনা (South 24 Paraganas) নরেন্দ্রপুরে (Narendrapur)  ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। বন্ধুকে এভাবে পিটিয়ে খুন করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত।


পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক নরেন্দ্রপুর থানায় আত্মসমর্পণ করে। তাকে গ্রেফতার করা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, তারা দুই বন্ধু মিলে একটি নির্মীয়মান বাড়িতে মদ্যপান করছিল। ওই যুবকের দাবি, মদ্যপানের সময় তার বন্ধু তার বোন সম্পর্কে কটূক্তি করে। এতেই রেগে গিয়ে বন্ধুকে বাঁশ দিয়ে পেটায় অভিযুক্ত। মৃত্যু নিশ্চিত করে ইঁট দিয়ে থেঁতলেও দেওয়া হয়। এরপর রাতেই ওই যুবক নরেন্দ্রপুর   থানায়   গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত যুবক। পুলিশ তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদও শুরু করেছে ঘটনা সম্পর্কে।


জানা গেছে, মৃতের নাম স্বপন মণ্ডল। বয়স ৪২ বছর। খুনের অভিযোগে ধৃতের বয়স ২৭ বছর। দু’জনেই রাজমিস্ত্রির জোগাড়দারের কাজ করেন। পুলিশ সূত্রে খবর, জেরায় অভিযুক্তের দাবি, বৃহস্পতিবার রাতে বাড়ির কাছে একটি নির্মীয়মাণ বহুতলে দুই বন্ধু মদ্যপান করছিলেন। ওই সময় অভিযুক্তর বোনকে নিয়ে কটূক্তি করে স্বপন। এই নিয়ে বচসা শুরু হলে প্রথমে বাঁশ দিয়ে পিটিয়ে, পরে ইট দিয়ে মাথা থেঁতলে স্বপনকে খুন করেন বন্ধু। 
মৃতের বাবা বলেছেন, কেন খুন করল জানি না। খুনির শাস্তি চাই।


মৃতের প্রতিবেশী বলেছেন, স্বপনকে ভাল ছেলে বলেই জানি। কটূক্তি করতেই পারে না। ঘটনাস্থল থেকে বাঁশ, রক্তমাখা ইট ও মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তের ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত। 


বোনকে কটূক্তি করাতেই অভিযুক্ত বন্ধুকে  খুন করেছে, নাকি নেপথ্যে রয়েছে অন্য কারণ? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করা হয়েছে ধৃতের বোনকেও।