কলকাতা: ওমিক্রন উদ্বেগের মধ্যেই কাল বড়দিন। সেজে উঠেছে পার্ক স্ট্রিট। উৎসবে মেতে উঠতে তৈরি রাজ্যবাসী। এরই মধ্যে বড়দিনের আগে নতুন অ্যাডভাইসরি রাজ্য স্বাস্থ্য দফতরের। 


স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বাইরে বেরোলে মাস্ক পরা আবশ্যিক। জোড়া ভ্যাকসিন নিয়ে বেরনো উচিত। শারীরিক দূরত্ব বিধি মেনে চলুন। এড়িয়ে চলুন বড় ধরনের জমায়েত।’


এদিকে, ওমিক্রন হয়েছে কি না জানতে বিশেষ RT-PCR টেস্ট। নতুন এই পরীক্ষা চালু করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। কেউ ওমিক্রন আক্রান্ত কি না, পরীক্ষায় তার প্রাথমিক ইঙ্গিত মিলবে বলে খবর স্বাস্থ্য দফতর সূত্রে। নতুন এই পরীক্ষার নাম S-জিন মিসিং RT-PCR। ওমিক্রন আক্রান্ত কি না, তার ইঙ্গিত মিলবে এস জিন অনুপস্থিত থাকলে। কলকাতার বেশ কয়েকটি মেডিক্যাল কলেজে এই নতুন RT-PCR টেস্ট হবে। পরীক্ষার জন্য আনা হচ্ছে বিশেষ কিট।


অন্যদিকে, দেশে করোনায় দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমল। স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৫০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৪৯৫।


গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৩৪। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার ১৩৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৭২ হাজার ৬২৬।


এরই মধ্যে দেশে ক্রমেই বাড়ছে ওমিক্রন-উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২২ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৫৮।  ১৭ তম রাজ্য হিসেবে এবার উত্তরাখণ্ডেও  মিলল ওমিক্রন আক্রান্তের সন্ধান।


সারা বিশ্বে বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৩ লক্ষ ৮৪ হাজার ২৬০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ৮০ লক্ষ ৭০ হাজার ৩৯। করোনার পাশাপাশি ওমিক্রন নিয়েও বাড়ছে উদ্বেগ।