গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: তীব্র গরমে পুড়ছে গোটা বাংলা। পরিবেশবিদদের মতে, যথেচ্ছহারে গাছ কেটে নেওয়ার ফল ভুগতে হচ্ছে বাংলাকে। এই আবহাওয়ায় দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কাকদ্বীপ ব্লকের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শিবকালীনগরে প্রায় হাজারের কাছাকাছি সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠল ( Tree Cutting Case)।


গত দু’‌দিন ধরে রাস্তার পাশে সরকারিভাবে লাগানো সোনাঝুরি গাছ কাটা শুরু হয়। সেই গাছ কাটার পর পাচারও হয়ে যাচ্ছিল। এলাকার মানুষ সব দেখেও ভয়ে চুপচাপ ছিল। গতকাল কাকদ্বীপের বাসিন্দা বিজেপি নেতা দীপঙ্কর জানা লিখিতভাবে অভিযোগ করেন, কাকদ্বীপের বিডিও, এসডিও ও হারুডপয়েন্ট উপকূল থানায়। এই অভিযোগের পর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু গাছের গুঁড়ি বাজেয়াপ্ত করে। গ্রেফতার করা হয় ৬ শ্রমিককে। তবে প্রশ্ন উঠছে, সরকারিভাবে লাগানো এই গাছ কার অনুমতিতে কাটা হচ্ছিল। বন দফতরের অনুমতি কি নেওয়া হয়েছিল?‌ এলাকার মানুষ ভয়ে মুখ খুলতে চাননি।


প্রসঙ্গত, গাছ কেটে ফেলার কারণে পরিবেশের যে ভারসম্য নষ্ট করছে, তা বলার অপেক্ষা রাখে না। একটি গাছ, একটি প্রাণ, সচেতনার বার্তা ছড়ালেও গাছ কাটা বন্ধ হয়নি। বদলে সেই পরিমাণে গাছ লাগানো হচ্ছে কি ? প্রশ্ন ফিরেছে বারবার। তবে গত কয়েকবছরে অনুষ্ঠান করে বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগাতে দেখা গিয়েছে। যদিও গাছ কেটে ফেলার ফলে যেভাবে পরিবেশের ভারসাম্য হারিয়েছে, তা আগামী কয়েকবছরেও সামাল দেওয়া সম্ভব কিনা, চাপান উতোর ওয়াকিবহাল মহলে। এদিকে একই সঙ্গে পাল্লা দিয়ে দূষণ বাড়ছে। কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সইডের পরিমাণও বাড়ছে। গাছ কমায়, দূষিত এই গ্যাসগুলি বাতাসে ঘুরে বেড়াচ্ছে। সালোকসংশ্লেষ সেই পরিমাণে না হওয়ায়, কারণ পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন তৈরি হচ্ছে না।


শহরে গরমের নতুন রেকর্ড। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা পৌঁছল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। ১৯৫৪ সালের পর রেকর্ড গরম পড়ল কলকাতায়। জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ। রবিবার থেকে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ৭০ বছরে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড কলকাতায়।  শনিবার পর্যন্ত এই অবস্থার কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিবাদ, ঝাড়গ্রামে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মালদা, দুই দিনাজপুরে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুক্র ও শনিবার তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে রাজ্য।  


আরও পড়ুন, BJP শাসিত এই রাজ্যে পেট্রোলের দর কমল ৬০ পয়সা, কলকাতায় জ্বালানি কত ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।