লখনউ: অভিষেকেই চমকে দিয়েছিলেন। আইপিএলের (IPL 2024) মঞ্চে দেড়শো কিমি/ঘণ্টা গতিতে বল করেছিলেন। কিন্তু আচমকাই তিনটি ম্য়াচ খেলার পর চোট পান ময়ঙ্ক যাদব (Mayank Yadav)। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Supergiants) তরুণ পেসার গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ম্য়াচে ফের মাঠে ফিরেছিলেন। কিন্তু চতুর্থ ওভারে প্রথম বলে উইকেট পাওয়ার পরই ফের মাঠের বাইরে বেরিয়ে যান তিনি। পাঁচ ম্য়াচ পরে মাঠে ফিরেছিলেন। একটি উইকেটও নেন। মহম্মদ নবিকে বােল্ড করে দেন তিনি। কিন্তু এরপর ফের মাঠ ছাড়েন ফিজিওর সঙ্গে। তবে কি ফের চোট পেলেন ময়ঙ্ক? ম্য়াচ শেষে তরুণ পেসারের ফিটনেস নিয়ে বড় আপডেট দিলেন লখনউ সুপারাজায়ন্টসের অধিনায়ক কে এল রাহুল।


গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে প্লে অফের পথে আরও একধাপ এগিয়ে গিয়েছে লখনউ। পয়েন্ট টেবিলেও তিনে উঠে এসেছে তারা। ম্য়াচ জয়ের পর ময়ঙ্কের মাঠ ছাড়া নিয়ে প্রশ্ন করা হয়েছিল রাহুলকে। নিজের ৩.১ ওভারের স্পেলে ৩১ রান খরচ করে ১ উইকেট নেন ময়ঙ্ক। তিনি বলেন, ''আমার সঙ্গে খুব বেশি কথা হয়নি এখনও। চতুর্থ ওভারের প্রথম বলটি করার পর ও আমাকে বলেছিল যে সাইড স্ট্রেইনের মত অনুভব হচ্ছিল ওর। হাল্কা ব্য়থা অনুভব করছিল ও। তাই আমি চাইনি কোনও রিস্ক নিতে। এখনও তরুণ ও অনেক। সামনে ভবিষ্যৎ পড়ে রয়েছে। শুধু দেড়শো প্লাস গতিতে বল করাই নয়। আরও অনেক স্কিল রয়েছে ওর। যত খেলবে, ততই ও আরও উন্নতি করবে নিজে।"


গতকাল কামব্যাকে নিজের প্রথম বলটিই করেছিলেন ময়ঙ্ক ১৪৪ কিমি প্রতি ঘণ্টা গতিতে। নেহাল ওয়াধেরা প্রথম বলটি হেলমেটে লেগে বেরিয়ে যায়। বাউন্সার ভেবে বলটি ছাড়তে গিয়েছিলেন ওয়াধেরা। কিন্তু কন্ট্রোল করতে পারেননি। সেই ওভারের শেষের দিকে দেড়শো কিমি প্রতি ঘণ্টা গতিতেও বল করেছিলেন। তবে গতকাল যত বল করেছেন তিনি বেশিরভাগই ১৪০ কিমি থেকে ১৪৭ কিমি গতির মধ্যেই ছিল বেশি। এদিকে, গতকাল প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লখনউ সুপারজায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। প্রথমে ব্যাটিং করতে নেমে মুম্বই ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান বোর্ডে তুলে নেয়। জবাবে রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ম্য়াচ জিতে যায় লখনউ।