জয়দীপ হালদার, কাকদ্বীপ: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মুড়িগঙ্গা নদী থেকে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে মাটি কাটার তিনটি ডিঙি নৌকা। ধৃতদের আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। প্রসঙ্গত গত কয়েক মাস ধরে ভাটার সময় মুড়িগঙ্গা নদী থেকে মাটি কেটে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। অবশেষে গতকাল হার্ডউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে পুলিশ 379 IPC ও 21(4) of Mines &Minerals act 1957 ধারায় মামলা রুজু করেছে। ধৃতদেরকে শুক্রবার কাকদ্বীপ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।


এর আগে এপিবি আনন্দের খবরে দেখানো হয়েছিল যে, নিয়ম মানার বালই নেই। অভিযোগ ময়ূরাক্ষী বাঁধের মাটি, বালি কেটে ফাঁকা করে দেওয়া হচ্ছে প্রকাশ্যে। তার জেরে বাঁধের গায়ে তৈরি হয়েছে জলাশয়। বিপদ আসন্ন দেখে এবার কাজ বন্ধ করে দিয়েছিলেন গ্রামবাসীরা। এই ছবি দেখা গিয়েছিল বীরভূমের সিউড়ির খটঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধান্য গ্রামের। অবিলম্বে বালি-মাটি কাটা বন্ধের দাবিতে সেবার বালিঘাটে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামের বাসিন্দারা। বিক্ষোভের মুখে পড়ে বালি খাদানের ম্যানেজারের সাফাই ছিল যে বালি তুলছে বহিরাগতরা। কিন্তু সবার চোখের সামনে কী করে বালি তুলে নিচ্ছে বহিরাগতরা? কী করছে প্রশাসন? প্রশ্নের মুখে কড়া বার্তা দিয়েছে প্রশাসন। বালি পাচারের নানা কাহিনি আরও দেখা গিয়েছে। 


কিছুদিন আগে আরও একটি খবরে দেখানো হয়েছিল যে দিনেদুপুরে মাটি কেটে পাচার করে দেওয়া হচ্ছে বিহারে। ভূমি রাজস্ব আধিকারিকদের মদতে মাটি পাচারের অভিযোগ উঠল মালদার হরিশ্চন্দ্রপুরের ২ নম্বর ব্লকের যোগীলাল ব্রিজ এলাকায়। কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চাঁচলের মহকুমা শাসক। শুরু রাজনৈতিক চাপানউতোর।


আরো পড়ুন: ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার ১