রঞ্জিত হালদার, হিন্দোল দে, বারুইপুর : জল ভেবে ভুল করে ফর্মালিন খেয়ে বিপত্তি! দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে মৃত্যু হল ৪ জনের।  আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ৩ জন। 


ঘটনাটি ঘটেছে বারুইপুরে । স্থানীয় সূত্রে খবর, বারুইপুরের রানাবেলিয়াঘাটা এলাকার এই বাড়িতে মঙ্গলবার একটি পুজোর অনুষ্ঠান ছিল।  পোলট্রি ফার্মে মদ খেতে গিয়ে ভুল করে রাসায়নিক খেয়ে ফেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক আরও ৩ জন। পোলট্রি ফার্মের মালিককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বারুইপুরের রানাবেলিয়াঘাটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গতকাল রথীন গায়েনের পোলট্রি ফার্মে মদের আসর বসে।


মদ্যপানের সময় জল ভেবে ভুল করে ফর্মালিন মিশিয়ে খেয়ে ফেলেন কয়েকজন। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আরও ৩ জনকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। 

আরও পড়ুন :


৩০ ঘণ্টা পর ঘেরাও মুক্ত ইস্তফা দিতে চাওয়া বিশ্বভারতীর রেজিস্ট্রার


স্থানীয় সূত্রে খবর, রাতে গৃহকর্তার পোলট্রি ফার্মে মদের আসর বসান তাঁরই ৬ জন বন্ধু। স্থানীয়দের দাবি, জল শেষ হয়ে গেলে, ফার্মে পড়ে থাকা একটি বোতলের জল খান তাঁরা।   একটু পরেই ছটফট করতে শুরু করেন। তড়িঘড়ি বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, সেই বোতলে জল নয় ছিল ফর্মালিন নামক ভয়ঙ্কর রাসায়নিক। স্থানীয় বাসিন্দা জয়দেব মণ্ডল জানান, রথীনের বন্ধুবান্ধবরা মদ খাচ্ছিল, হঠাৎ কাতরাতে শুরু করে। তারপরই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 


রাতেই বাকি ৩ জনকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে বুধবার সকালে সেখানে আরও একজনের মৃত্যু হয়। ঘটনায় রথীন গায়েনে ও গৃহকর্তা পোলট্রি ফার্মের মালিককে আটক করেছে পুলিশ।  জানি গিয়েছে, ফার্ম জীবানুমুক্ত করে করতে ফর্মালিন ব্যবহার করা হত।