মাউন্ট মাউনগানুই: শুরুর ধাক্কা সামলে উঠতে পারল না ভারতীয় মহিলা ক্রিকেট দল। বিশ্বকাপের মঞ্চে ইংল্য়ান্ডের বিরুদ্ধে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় ব্য়াটিং লাইন আপ। ৩৬.২ ওভারে মাত্র ১৩৪ রানেই শেষ হয়ে গেল ভারতীয় দলের ইনিংস। স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌর, রিচা ঘোষ ও ঝুলন গোস্বামী ছাড়া কেউই ২ অঙ্কের ঘরে পৌঁছোতে পারেননি।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড ক্যাপ্টেন হেদার নাইট। এদিন প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ওপেনিংয়ে স্মৃতি মন্ধানা ও ইয়াস্তিকা ভাটিয়া নেমেছিলেন। স্মৃতি ক্রিজে থাকলেও মাত্র ৮ রান করেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ইয়াস্তিকা। মাত্র ১ রান করে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ক্যাপ্টেন মিতালিও। এদিকে, দীপ্তি তো খাতাই খুলতে পারলেন না। স্মৃতির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরলেন তিনি। মাত্র ৮ ওভারে ২৮ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে টিম ইন্ডিয়া। তবে সেখান থেকেই দলকে টেনে তোলেন স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীত কৌর। তবে মাত্র ১৪ রান করে ফেরেন হরমনপ্রীতও। এরপর থেকে শুধুই যাওয়া আর আসার পালা ভারতীয় ব্যাটারদের।
স্মৃতি মন্ধানা আগের ম্যাচ দুর্দান্ত শতরান হাঁকিয়েছিলেন। এদিনও শুরুটা দারুণ করেছিলেন। তবে ৪টে বাউন্ডারির সাহায্যে মাত্র ৩৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। লোয়ার অর্ডারে ২ বঙ্গ তনয়া ক্রিজে দাঁড়িয়ে থেকে দলের স্কোর একশোর গণ্ডি পার করে দেন। উইকেট কিপার ব্য়াটার শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৬ বলে ৩৩ রান করেন। বর্ষীয়াণ ঝুলন গোস্বামী ক্যামিও ইনিংস খেলেন। তিনি ২৬ বলে ২০ রান করেন। নিজের ইনিংসে ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি হাঁকান ঝুলন। এছাড়া আর কেউই রান পাননি।
ইংল্যান্ড বোলারদের মধ্যে সবচেয়ে সফল চার্লোট ডিন। তিনি ৮.২ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন। এছাড়া ২ উইকেট নেন অ্যানি শ্রুবসোল। ১টি করে উইকেট পান সোফি একেলস্টোন ও কেট ক্রস।