বারুইপুর: পুরভোটে (Municipality Corporation) স্থানীয় প্রার্থী চেয়ে বারুইপুরে (Baruipur) তৃণমূল কর্মীদের (TMC) পোস্টার। টানা তিনবার ১৭ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হন পুর প্রশাসক শক্তি রায়চৌধুরী। তিনি ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এবার পুরভোটে শক্তি রায়চৌধুরীর পরিবর্তে ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাকে প্রার্থী করার দাবি জানিয়ে গতকাল এলাকায় মিছিল করে পোস্টার টাঙিয়ে দেন তৃণমূল কর্মীদের একাংশ। পোস্টারে লেখা, বহিরাগত প্রার্থীকে মানছি না, মানব না। তৃণমূলের ওয়ার্ড সম্পাদকের অভিযোগ, অন্য ওয়ার্ডের বাসিন্দা হওয়ায় এলাকার সমস্যা নিয়ে মাথা ঘামান না পুর প্রশাসক। তাই স্থানীয় কাউকে প্রার্থী করার দাবি জানানো হয়েছে। পুর প্রশাসকের দাবি, অন্য দল থেকে আসা কয়েকজন এই দাবি তুলেছে। এর পিছনে নিজের দলের একাংশেরও মদত রয়েছে বলে জানিয়েছেন পুর প্রশাসক।
এর আগেও একাধিকবার ফ্লেক্স যুদ্ধ প্রকাশ্যে এসেছে। একই জায়গায় জোড়া ফ্লেক্স পড়ে। একদিকে ডোমজুড়ের (Domjur) বাঁকড়ায় (Bankay) রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) বিরুদ্ধে পড়ে ফ্লেক্স। সেই ফ্লেক্সে লেখা ‘গদ্দার রাজীব তুমি হুঁশিয়ার’। অন্যদিকে শুক্রবার বাঁকড়াতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) নামে পড়ল ফ্লেক্স। ফ্লেক্সে লেখা ‘বার বার শ্রীরামপুরে কল্যাণকেই চাই’।
হাওড়ার (Howrah) ডোমজুড়েও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে ফ্লেক্স। আজ সকালে বাঁকড়া ১ ও ২ নম্বর পঞ্চায়েত এলাকায় হাওড়া-আমতা রোডের (Howrah-Amta Road) ধারে শ্রীরামপুরের (Sreerampur) তৃণমূল (TMC) সাংসদের বিরুদ্ধে একাধিক ফ্লেক্স দেখা যায়। কারা ওই ফ্লেক্স লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এর আগে হুগলির রিষড়াতেও (Rishra) কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক পোস্টার দেখা যায়। ডোমজুড় বিধানসভা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
এ যেন শেষ হয়েও, হচ্ছে না শেষ। তৃণমূলে অসন্তোষের চ্যাপ্টার ক্লোজড নয়, বরং আরও তীব্র হল বিতর্ক। ফের শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তাঁর নির্বাচনী কেন্দ্রেই পড়ল পোস্টার। এদিন সকালে ডোমজুড়ের একাধিক জায়গায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে “আর নয় কল্যাণ’’ লেখা পোস্টার দেখা যায়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, শ্রীরামপুর নতুন সাংসদ চায়, বলে ফেসবুকে পোস্ট করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুড়তুতো ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়। এরপর প্রথমে রিষড়ায় শ্রীরামপুরের সাংসদের বিরুদ্ধে পোস্টার, এবার ফ্লেক্স ডোমজুড়ে।