রঞ্জিত হালদার, বারুইপুর: সেলফি তুলতে গিয়ে জলে তলিয়ে গেল তরুণ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। দ্বাদশীর দুপুরে ৩ বন্ধু ঝিল পাড়ে বসেছিল। সেলফি তুলতে গিয়ে হঠাৎই পা পিছলে জলে পড়ে যায় তিলজলার তরুণ। 


দুই বন্ধু তাঁকে বাঁচাবার চেষ্টা করলেও উদ্ধার করতে পারেনি। জানা গিয়েছে, বাবাই দাস নামে ওই যুবক তিলজলার বাসিন্দা। মল্লিকপুরে তাঁর আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছিল। রবিবার সকালে আখনা ঝিল পাড়ে এসে সেলফি তোলার সময়েই বিপত্তি ঘটে। 


ঘটনাস্থলে পৌঁছেছে বারুইপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করার জন্য খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। দীর্ঘক্ষণ খোঁজ চালানোর পর স্থানীয়দের চেষ্টাতেই উদ্ধার হয়েছে তরুণের দেহ। 


দশমীতেই ভিডিও শ্যুট করতে গিয়ে বিপত্তি ঘটেছিল ভদ্রেশ্বরে। একাদশীর দিন ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বর স্টেশনের কাছে। মৃতের নাম ধীরাজ পটেল (১৬)। সে ভদ্রেশ্বর ঝুপড়ির বাসিন্দা।


গতকাল দশমীর বিকালে তিন জনে মিলে রেললাইনের ধারে গিয়ে ফটোশ্যুট করছিল। সেই সময় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। ভদ্রেশ্বর কেবিনের কাছে এক কিশোরকে এদিক ওদিক করে ছবি তুলছিল অপর এক জন। তার পাশে দাঁড়িয়ে দেখছিল ধীরাজ। আপ তিন নম্বর লাইনে ব্যান্ডেলগামী একটি লোকাল ট্রেন সজোরে হর্ন বাজিয়ে সেই সময় সেখান দিয়ে পাশ করছিল। হর্ন বাজালেও তা শুনতে পায়নি ব্যস্ত ওই কিশোর।  এরপর ট্রেনের ধাক্কায় ছিটকে গিয়ে রেললাইনের পাশে পাথরের ওপর পড়ে ধীরাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।


মর্মান্তিক এই ঘটনার ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়। বন্ধুদের মোবাইল ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্তের ছবি। খবর পেয়ে শেওড়াফুলি জিআরপি মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। শেওড়াফুলি জিআরপি সূত্রে জানা গেছে, মাঝে মধ্যে তারা ভিডিও বানাত। গতকাল সেই ভিডিও বানতে গিয়েই সম্ভবত এই দুর্ঘটনা ঘটে। বন্ধুদের কাছ থেকে একটি মোবাইল আটক করেছে জিআরপি। ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে, তদন্তে নেমেছে শেওড়াফুলি জিআরপি।