করুণাময় সিংহ, গাজোল (মালদা): ২ আদিবাসী যুবককে গ্রেফতারের প্রতিবাদে মালদার গাজোলে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন সশস্ত্র আদিবাসীরা। অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে গাজল থানার পুলিশ। অবরোধকারীদের অভিযোগ, ওই দুই যুবককে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।


হাতে তীরধনুক, কাটারি। ধামসা-মাদলের তালে মুখে স্লোগান। পুলিশকে ঘিরে বিক্ষোভ। তর্কাতর্কি। জাতীয় সড়ক অবরোধ। ২ আদিবাসী যুবককে গ্রেফতারের প্রতিবাদে রবিবার সকালে এভাবেই উত্তপ্ত হয়ে উঠল মালদার গাজোলের আলমপুর। গাজোলে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন সশস্ত্র আদিবাসীরা। অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে গাজল থানার পুলিশ।


আরও পড়ুন: South 24 Parganas: পথের কাঁটা সরাতে স্বামীকে খুনের অভিযোগ, থানায় আত্মসমর্পণ প্রেমিকের


আরও পড়ুন: West Burdwan: মদ্যপ দুই শ্যালককে খুনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে, চাঞ্চল্য আসানসোলে


বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১৬ সালের আফিম চাষের পুরনো একটি মামলার সূত্রে শনিবার গ্রেফতার করা হয় দুই আদিবাসী যুবককে। বিক্ষোভকারীদের দাবি, মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে তাঁদের। আন্দোলনকারী মোসে মুর্মু বলেন, পুলিশ মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করছে। যতক্ষণ ছাড়া না হবে আন্দোলন চলবে। মালাদার আদিবাসী অধিকার মঞ্চের সভাপতি সুখলাল মুর্মু বলেন, ২০১৬ সালে আফিম চাষের মামলা, তখন কিছু হয়নি। গ্রামের দরিদ্র আদিবাসীদের গ্রেফতার করছে, মিথ্যে মামলা ফাঁসানো হচ্ছে, এরই প্রতিবাদে পথ অবরোধ।


জাতীয় সড়ক টানা ২ ঘণ্টা অবরুদ্ধ থাকায় ব্যপক যানজটের সৃষ্টি হয়। পরে ইংরেজবাজার থেকে বিশাল পুলিশবাহিনী এসে বিক্ষোভ তুলে দেয়।  বিক্ষোভ- অবরোধ প্রসঙ্গে মালদার পুলিশ সুপার জানিয়েছেন, কারোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলে তাঁকে গ্রেফতার করা হবে। এভাবে পথ অবরোধ করা আইন বিরুদ্ধ। যারা আইন নিজেদের হাতে তুলে নিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে পুলিশ।


আরও পড়ুন: South Dinajpur : মেলায় ফুচকা খেয়ে অসুস্থ ২২ জন, ১৭ জন এখনও হাসপাতালে ভর্তি