দক্ষিণ ২৪ পরগনা: বাজারের কাছে রাস্তার ধারে মিলল শতাধিক ভোটার কার্ড। আর এই ঘটনাকে কেন্দ্র করে সাতসকালে চাঞ্চল্য ছড়াল বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের কুলতলি বাজারে। স্থানীয় বাসিন্দারা রাস্তায় শয়ে শয়ে ভোটার কার্ড পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে বাসন্তী থানার পুলিশ ভোটার কার্ডগুলি উদ্ধার করে। সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
কোচবিহারে জাল আধারকার্ড উদ্ধার: ২০২২-এর মাঝামাঝি সময়ে দিনহাটা মহকুমায় ছাবরী ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে নকল ভারতীয় আধার কার্ড-সহ ১০ বাংলাদেশী নাগরিক আটক হয়। বিএসএফ সূত্রে জানা যায়,দিনহাটা দু-নম্বর ব্লকের ছাবরী ভারত-বাংলাদেশ সীমান্তে দিয়ে অবৈধভাবে পারাপারের সময়ে বিএসএফ ১৯২ নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত জওয়ানদের হাতে আটক হয় ওই ১০ জন বাংলাদেশি নাগরিক।
বিএসএফ সূত্রে আরও জানা গিয়েছিল, ১০ জন বাংলাদেশী নাগরিকদের নাম মাসুদ আলী (২০),মুজিবর শেখ (৫২),হাজিদুল হক (৩৫) ফুলিয়ান বিবি (৩৮),ইশারত বেগম (৩৫),অনু বিবি(৩৮), মরিজাম খাতুন(১২),আসমা খাতুন(২),আকাশ মিয়া (৭),আব্দুল আলম (৩)।
এরপর তাদের সকলকে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এর পর তাঁদের সাহেবগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয়। বিএসএফ সূত্রে খবর, এই দলটি হরিয়ানায় কাজ করছিল। সম্প্রতি বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে এরা সীমান্ত এলাকায় আশ্রয় নেয়, সেখান থেকে বুধবার রাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার সময়ে বিএসএফ তাদের আটক করে। এর আগে এই দলের একজনকে আটক করে বিএসএফ। সূত্রের খবর, এই দলে মোট ১৭ জন ছিল। বাকি দের খোঁজ শুরু করে পুলিশ বিএসএফ।
কেঁচো খুঁড়তে কেউটে ! কিছুদিন আগে জাল ড্রাফটের তদন্তে নেমে ভুয়ো আধার (Fake Aaadhar) ও প্যান কার্ড (PAN Card) বানানোর চক্রের হদিশ পেয়েছিল পুলিশ। ধৃতের বেহালার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সরকারি দফতরের রাবার স্ট্যাম্প। এই চক্রে আর কারা তার তদন্ত শুরু করে আলিপুর থানার পুলিশ।
একেই বলে, কেঁচো খুঁড়তে কেউটে ! জাল ড্রাফটের তদন্তে নেমে ভুয়ো আধার, প্যান কার্ড চক্রের হদিশ পেল পুলিশ। উদ্ধার প্রচুর ভুয়ো ভোটার, আধার ও প্যানকার্ড, জাল দলিল এবং ড্রাফট। একই ছবি দিয়ে একাধিক নামে হলোগ্রামসহ তৈরি করা হয়েছে কার্ডগুলি। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে মধ্যমগ্রাম পুরসভার এক কাউন্সিলরের ভুয়ো রাবার স্ট্যাম্প এবং ভূমি ও রাজস্ব দফতরের ভুয়ো স্ট্যাম্প।