রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে (Bhangar) সরকারি হিমঘর তৈরির কাজে খারাপ মানের নির্মাণ সামগ্রী সরবরাহ করছে জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশরক্ষা কমিটি নিযুক্ত সমবায়। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীদের একাংশ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 


পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে সিন্ডিকেটরাজের অভিযোগ ঘিরে তেতে উঠল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) ভাঙড়। সরকারি হিমঘর তৈরিতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের নির্মাণসামগ্রী। জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশরক্ষা কমিটির দ্বারা গঠিত সমবায় অতি খারাপ মানের ইট, বালি সরবরাহ করছে। 


এই অভিযোগ তুলে, ভাঙড়ের পাওয়ার গ্রিড লাগোয়া এলাকায় সরকারি হিমঘর নির্মাণের কাজ বন্ধ করে দিলেন বিক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ।  ভাঙড়ে পাওয়ার গ্রিড তৈরির জন্য এলাকায় হিমঘর গড়ে তোলা, হাসপাতালের পরিকাঠামো উন্নত করা, ভাঙড়ে পাওয়ার গ্রিড তৈরির জন্য, রাজ্য সরকারের সামনে এমন একাধিক শর্ত রেখেছিল জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশরক্ষা কমিটি। 


সেই মতো মাস দেড়েক আগে, সরকারি উদ্যোগে, পোলেরহাট দু-নম্বর গ্রামপঞ্চায়েতের টোনা এলাকায় দে়ড় একরের বেশি জমিতে হিমঘর তৈরির কাজ শুরু হয়। স্থানীয় সূত্রে খবর, রাজ্য সরকারের কাছে জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশরক্ষা কমিটির শর্ত ছিল, হিমঘরের জন্য তাদের তৈরি করা সমবায় থেকে নিতে হবে ইট,বালির মতো নির্মাণ সামগ্রী। 


সরকারি কাজে ব্যবহৃত সেই নির্মাণ সামগ্রী অতি খারাপ মানের বলে অভিযোগ করছেন গ্রামবাসীদের একাংশ। একই অভিযোগ শোনা গিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের মুখে। অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। ঘটনা সামনে আসতেই শাসক শিবিরকে নিশানা করেছে বিজেপি। পঞ্চায়েত ভোটের আগে সিন্ডিকেট ইস্যুতে সরগরম ভাঙড়। 


প্রাক্তন মৎসমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ: ৯ মাস ধরে বেতন মিলছে না। এই অভিযোগ তুলে, বোলপুরে, প্রাক্তন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহর বাড়ির সামনে হাজির হলেন মৎস্য দফতরের চু্ক্তিভিত্তিক কর্মীদের একাংশ। কথা বলে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন বোলপুরের তৃণমূল বিধায়ক এবং বর্তমান ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। 


দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে জেলায় জেলায় গ্রামবাসীদের বিক্ষোভ ও প্রশ্নের মুখে পড়ছেন তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়করা। 


এবার নিজের বাড়িতেই মৎস্য দফতরের কর্মীদের একাংশের প্রশ্নের মুখে পড়লেন প্রাক্তন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। এমনই অভিযোগ তুলে এবার রাজ্যের প্রাক্তন মৎস্যমন্ত্রীর বাড়ির সামনে হাজির হলেন মৎস্য দফতরের চুক্তিভিত্তিক কর্মীদের একাংশ। 


বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ, বোলপুরের নিচুপট্টিতে মন্ত্রী চন্দ্রনাথ সিংহর বাড়ির সামনে বকেয়া বেতন চেয়ে সরব হলেন মৎস্য দফতরের ঠিকা-কর্মীরা।  বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহ এখন রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী। এর আগে দু'দফায় ৭ বছরের বেশি সময় মৎস্য় দফতরের দায়িত্বে ছিলেন তিনি।