গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : সাত সকালেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মুহূর্তে শোকের ছায়া নামল এলাকায়। কেউ যাচ্ছিলেন কাজে, কেউ বেড়িয়ে বাড়ি ফিরছিলেন। দুঃস্বপ্নে পরিণত হল যাত্রা। ভয়ঙ্কার দুর্ঘটনার কবলে পড়ল ধর্মতলাগামী একটি বাস। রায়চক থেকে ধর্মতলা যাচ্ছিল যানটি। 

ধানকল মোড়ে মুখোমুখি সংঘর্ষ

সকাল ৬টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ধানকল মোড়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় উল্টোদিক থেকে আসা ট্রাকের।। সঙ্গে সঙ্গেই প্রাণ হারান ট্রাক চালক। গুরুতরভাবে জখম হন ১০ জন বাস যাত্রী। আপাতত প্রত্যেককেই আমতলা গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসা চলছে। ঘটনার পর উদ্বেগের ছাপ স্থানীয়দের মধ্যে। আতঙ্কিত বাকি বাসযাত্রীরাও। 

মৃত্যু ট্রাক চালকের 

পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনার জেরে প্রায় দেড় ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক। পরে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে রাস্তা থেকে সরানো হয়।  বেলা সাড়ে সাতটা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়।  ট্রাকের সামনের অংশ দুমড়ে- মুচড়ে যায়। ট্রাকের মধ্যেই মৃত্যু হয় চালকের। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে। তাঁঁর নাম পরিচয় জানার চেষ্টা চলছে।             

কিন্তু কেন ঘটল এই সংঘর্ষের ঘটনা ? ট্রাফিক নিয়ম কি কেউ অমান্য করেছিল? নাকি গাড়িটি চলছিল বেপরোয়া গতিতে? চলছে তদন্ত। 

অতীতেও দুর্ঘটনা

হালফিলেও মত্ত অবস্থায় পরিচালকের বেপরোয়া গাড়ির গতিতে প্রাণ হারালেন এক পথচারী। ঠাকুরপুকুরের কাছে গাড়ি দুর্ঘটনায় গ্রেফতার করা হয় সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাসকে। অভিযোগ, রাতভর পার্টি, দেদার মদ্যপানের পর সকালে বাড়ির পথে রাস্তা ছেড়ে সোজা বাজারের মধ্যে ঢুকে যায় গাড়ি। মত্ত পরিচালকের বেপরোয়া গতিতে প্রাণ হারান এক পথচারী। আহত হন আরও অনেকেই।  গ্রেফতার করা হয় সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাসকে। এই দুর্ঘটনায় উঠে আসে  বিনোদন জগতের বেশ কয়েকটি নাম। ঘটনার পরই স্থানীয়দের মুখে শোনা গিয়েছিল, গাড়িতে ছিলেন মহিলাও। পুলিশ সূত্রে দাবি, পরিচালকের পার্টিতে ছিলেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা স্যান্ডি সাহা। তারপর এই ঘটনার জল গড়ায় অনেক দূর। সিরিয়ালের পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয় সিদ্ধান্তকে। চেঞ্জ করা হয় কাস্টিংও। সেই ঘটনার ঘা এখনও টাটকা। এখনও টলিউডে কান পাতলেই ঘটনা নিয়ে ফিসফাস অব্যাহত।