হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ড হারবারে (Diamond Harbour) তৃণমূল (TMC) উপ প্রধানের রহস্যমৃত্যু। কীটনাশক খেয়ে আত্মঘাতী (Suicide) বলে প্রাথমিক তদন্তে অনুমান। সূত্রের খবর, সুইসাইড নোটে (Suicide) প্রধানের সঙ্গে মনোমালিন্যের ইঙ্গিত মিলেছে। মৃতের নাম দেবব্রত ভট্টাচার্য। তিনি ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের বোলসিদ্ধি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান। পরিবার সূত্রে খবর, গতকাল দুপুরে গ্রামের রাস্তা থেকে তৃণমূল নেতাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সন্ধেয় তাঁর মৃত্যু হয়। ডিপ্রেশন? না কি, রাজনৈতিক দ্বন্দ্ব? তৃণমূল উপ প্রধানের আত্মহত্যা কারণ খতিয়ে দেখছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। এ নিয়ে মুখ খোলেনি মৃতের পরিবার ও তৃণমূল নেতৃত্ব। 


২ ছাত্রের মৃতদেহ উদ্ধার: বাগুইআটিতে অপহৃত ২ স্কুল ছাত্রেরই মৃতদেহ উদ্ধার। একজনের মৃতদেহ মিলল বসিরহাটে, আরেকজনেরও দেহ উদ্ধার হয়েছে। বাগুইআটির অপহৃত স্কুল পড়ুয়ার মৃতদেহ উদ্ধার বসিরহাটে। এখনও খোঁজ মেলেনি আরেক কিশোরের। পলাতক অভিযুক্ত। অভিযুক্তের বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার। ১০-১২ দিন ধরে বসিরহাট পুলিশ মর্গে পড়ে মৃতদেহ, খবর সূত্রের। ২২ অগাস্ট বাগুইআটির জগত্‍পুর থেকে ২ কিশোরকে অপহরণের অভিযোগ। ১ কোটি টাকা মুক্তিপণ চেয়ে বাড়িতে এসএমএস, দাবি পরিবারের। টাকা না দিলে ২ কিশোরকে খুনের হুমকি অপহরণকারীর, অভিযোগ পরিবারের। ২৩ অগাস্ট বাগুইআটি থানায় অভিযোগ দায়ের পরিবারের। বসিরহাটে অপহৃত এক কিশোরের মৃতদেহ উদ্ধার। এখনও খোঁজ মেলেনি অপহৃত আরেক স্কুল পড়ুয়ার। পলাতক স্থানীয় অভিযুক্ত যুবকের খোঁজে পুলিশ।


তৃণমূল ছাত্রনেতাকে মারধর: দক্ষিণ দমদমে (Suicide) মাইক বাজানোর প্রতিবাদ করায় তৃণমূল ছাত্রনেতাকে মারধরের অভিযোগ। প্রতিবাদে এলাকায় মিছিল করলেন তৃণমূল সমর্থকরা। পালটা মারের হুঁশিয়ারি দিলেন তৃণমূল কাউন্সিলর। দলীয় কোন্দলের জেরে মারধর বলে পাল্টা দাবি বিজেপির।


গণেশ পুজো উপলক্ষ্যে পিকনিকে মাইক বাজানো নিয়ে ধুন্ধুমার। তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায় তৃণমূল ছাত্রনেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মী এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। দক্ষিণ দমদমের কুণ্ডুবাগানে, গত কয়েকদিন ধরে, বিজেপি কর্মী সন্দীপ দত্তর সঙ্গীরা তাণ্ডব চালাচ্ছিলেন বলে অভিযোগ।


একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন এই সন্দীপ। গত রবিবার গণেশপুজো উপলক্ষ্যে পিকনিক করছিলেন বিজেপি কর্মীরা। অনেক রাত পর্যন্ত বাজছিল মাইক। অভিযোগ, তার প্রতিবাদ করায় তৃণমূলের ছাত্রনেতা দেবদীপ চক্রবর্তীকে মেরে মাথা, নাক ফাটিয়ে দেওয়া হয়। তৃণমূল ছাত্রনেতাকে মারধরের প্রতিবাদে, সোমবার দক্ষিণ দমদমে মিছিল করেন তৃণমূল কর্মীরা। সেখান থেকেই বিজেপিকে হুঁশিয়ারি দেন এলাকার তৃণমূল কাউন্সিলর মুনমুন চক্রবর্তী।মারধরের অভিযোগ উড়িয়ে, বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। নাগেরবাজার থানায় ৫ বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত টিএমসিপি নেতা।