ভাঙড়: নিকাশি নিয়ে দুই পাড়ার বিবাদ ঘিরে ভাঙড়ের ভোগালিতে চলল গুলি, এলাকায় বোমাবাজি। লাঠির ঘায়ে মাথা ফাটে একজনের। ঘটনার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। খবর পেয়ে এলাকায় গিয়ে ব্যাপক লাঠিচার্জ করে কাশীপুর থানার পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে।


বাগজোলা খালের ধারে পাশাপাশি বানিয়াড়া ও চিলেতলা গ্রাম। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে চাষের জমিতে জল জমে। অভিযোগ, জমা জল বের করতে রাস্তা কেটে নালা বানিয়ে নেন চিলেতলা গ্রামের বাসিন্দারা। বানিয়াড়ার বাসিন্দারা এনিয়ে আপত্তি জানান। তার জেরেই গতকাল দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায়। অভিযোগ, গুলি চলে, শুরু হয় বোমাবাজি। কাশীপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। বিজেপির কটাক্ষ, তৃণমূল জমানায় নিকাশি নিয়েও দুষ্কৃতীরাজ চলছে। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


উল্লেখ্য নির্বাচনের আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সিপিএম কর্মীর বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে আজঅ। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাত ১১টা নাগাদ সিপিএম কর্মী মোজাফ্ফর হোসেনের বাড়িতে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। খবর পেয়ে আজ সকালে দলীয় কর্মীর বাড়িতে যান সামশেরগঞ্জের সিপিএম প্রার্থী মুদাস্সর হোসেন। হামলার নেপথ্যে তৃণমূল, দাবি বাম প্রার্থীর। 


রাতের খাওয়া-দাওয়া সেরে সবে ঘুমোতে যাচ্ছিলেন সিপিএম কর্মী মোজাফ্ফর হোসেন। ঘড়ির কাঁটায় বৃহস্পতিবার রাত তখন ১১টা।   আচমকাই বোমাবাজির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রথমে বুঝতে না পারলেও, পরে মোজাফ্ফর বোঝেন অন্য কোথাও না, বোমাবাজি হয়েছে তাঁর বাড়ির ছাদ লক্ষ্য করেই।


এভাবে উপনির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। সিপিএম কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার সকালে, তাঁর বাড়িতে যান সামশেরগঞ্জের সিপিএম প্রার্থী। নামু চাচণ্ড গ্রামের সিপিএম কর্মী মোজাফফর হোসেনের দাবি, নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে যাওয়াতেই ভয় দেখাতে এই হামলা করা হয়েছে।  সামসেরগঞ্জের ধূলিয়ান ডিওয়াইএফআই লোকাল কমিটির এই সদস্যর অভিযোগ, নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে যাওয়াতেই ভয় দেখাতে এই হামলা করা হয়েছে। রাতে হামলা করেছে। ২ জন এসেছিল।


আরও পড়ুন: Malda: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের


আরও পড়ুন: Murshidabad Samsherganj Poll: সামশেরগঞ্জে ভোটের আগে সিপিএম কর্মীর বাড়িতে বোমাবাজি, তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর