সুমন ঘড়াই, রঞ্জিত সাউ ও তুহিন অধিকারী, কলকাতা: বিধি মেনেই গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী (Cm Mamata Banerjee)। মেলার আগেই সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে বলে, জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। মেলা নিয়ে কটাক্ষ করেছে সিপিএম ও বিজেপি।


১৫ জানুয়ারি মকরস্নান। ওমিক্রন (Omicron) নিয়ে উদ্বেগের আবহে, গঙ্গাসাগর মেলা (Gangasafar Mela) নিয়ে সতর্ক জেলা প্রশাসন। মেলা চত্বরে চালু হয়েছে ভ্যাকসিন অন হুইলস। থাকবে ১৪টি RT-PCR টেস্টের কেন্দ্র।


বাবুঘাটেও কোভিড পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। থাকছে ওয়াটার ও এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা। প্রয়োজন হলে চিকিৎসার ব্যবস্থাও থাকবে। মেলা চত্বরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। 


দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক পি উলগানাথন, আমাদের জেলায় ১০০ শতাংশ প্রথম ডোজ হয়েছে। ৮০ শতাংশ দ্বিতীয় ডোজ হয়েছে। সবাইকে ভ্যাকসিন দিয়ে দেওয়া হবে।


অন্যদিকে, ওমিক্রন নিয়ে উদ্বেগের আবহে, গঙ্গাসাগর মেলা নিয়ে থেমে নেই রাজনৈতিক তরজাও। বৃহস্পতিবার গঙ্গাসাগর নিয়ে প্রশ্নের উত্তরে,কুম্ভমেলার প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। 


এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শুধু গঙ্গাসাগর কেন, কুম্ভমেলা নিয়ে প্রশ্ন করুন, এটা আমার নয়, মানুষের। দূর থেকে কেউ আসলে, আমি আকটাব না, আমি নিষেধ করতে পারব না।


বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, গতবার কুম্ভমেলা বন্ধ করা হয়েছিল, দুর্গাপুজোয় রেস্টিকশন করা হয়েছিল, সময় থাকতে সতর্ক থাকা উচিত। বড়দিন এবং বর্ষবরণের আবহে যে ভিড়ের ছবি দেখা যাচ্ছে, তা নিয়ে সরব হয়েছে সিপিএম-ও। 


সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কথায়, মুখ্যমন্ত্রী নিজে সতর্ক? তিনিই ভিড় ছড়াচ্ছেন, গঙ্গাসাগরে ভিড় ছড়াচ্ছেন, অ্যালেনপার্কে ভিড় হলে খুশি হচ্ছেন। সব মিলিয়ে উদ্বেগের আবহে, পাল্লা দিয়ে চড়ছে বাগযুদ্ধের পারদ।


আরও পড়ুন: Kolkata Omicron Update: রাজ্যে ফের করোনার সিঁদুরে মেঘ, সংক্রমণ রুখতে অনুষ্ঠান বাতিল কলকাতার অভিজাত ক্লাবে