আবির দত্ত ও অরিত্রিক ভট্টাচার্য: কলকাতার আকাশে ফের করোনার সংক্রমণের মেঘ। তাই এবার বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করে দিয়েছে কলকাতার বিভিন্ন অভিজাত ক্লাব। সদস্য ও তাঁদের পরিবারের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ। 


কলকাতায় (Kolkata) বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চিন্তা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এই প্রেক্ষাপটে এবার বর্ষবরণের উৎসব বাতিল করেছে কলকাতার বহু অভিজাত ক্লাব।


যেমন টালিগঞ্জের রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব। ১৮২৯ সালে তৈরি এই ক্লাবে, সেই ব্রিটিশ আমল থেকে নিউ ইয়ার পার্টির চল। কিন্তু এবার তা বাতিল করা হয়েছে।


টালিগঞ্জ রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবের সিইও জানিয়েছেন, 'সদস্যদের স্বাস্থ্যই আসল, এই সময় পার্টি হলে সমস্যা হতে পারে, তাই এই সিদ্ধান্ত।১৮৯৫ সালে তৈরি টলি ক্লাব বা টালিগঞ্জ ক্লাবও।  এবার সংক্রমণের আশঙ্কা এড়াতে বর্ষবরণের রাতে পার্টি বাতিল করে দিয়েছে।


করোনা সংক্রমণের আশঙ্কার কথা মাথায় রেখে, একই পথে হেঁটেছে ঐতিহাসিক ক্যালকাটা ক্লাব কর্তৃপক্ষ।  ক্যালকাটা ক্লাবের সদস্য ও প্রাক্তন সভাপতি তমালকান্তি মুখোপাধ্যায় জানিয়েছেন, আমাদের কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেকেই মেনে নিয়েছেন, স্বাস্থ্যের কারণে প্রত্যেকে সায় দিয়েছেন। সংক্রমণ দূরে রাখতে, উৎসবের আনন্দকেও আপাতত গণ্ডির মধ্যে বেধে ফেলেছে। লেক গার্ডেন্সের বেঙ্গল রোয়িং ক্লাব কর্তৃপক্ষও


বর্ষবরণের পার্টির জন্য প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গিয়েছিল স্ট্র্যান্ড রোডের ক্যালকাটা সুইমিং ক্লাবে কিন্তু, এবার সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে পার্টি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।


ক্যালকাটা সুইমিং ক্লাবের সভাপতি নরেশ গোয়েল জানাচ্ছেন, আমাদের বড় ইভেন্ট, প্রোগ্রাম হয়ে গিয়েছিল, তারপর সিদ্ধান্ত নিয়েছি এটা করা সম্ভব নয়, মেম্বার, অ্যাসোসিয়েটদের জানিয়ে দেওয়া হয়েছে, স্বাস্থ্য আগে, অনেক মেম্বার পরিবার নিয়ে আসবেন, সেটা ছড়ালে বাজে হবে।


ব্রড স্ট্রিটে স্যাটারডে ক্লাবে কিছুদিন আগেই ক্রিসমাস পার্টি উদযাপিত হয়েছে। কিন্তু, সংক্রমণের কুয়াশা ঘন হতেই, বুধবার রাতে বর্ষবরণের পার্টি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। রবীন্দ্র সরোবরের পাশেই অভিজাত লেক ক্লাবও এবার সংক্রমণের আশঙ্কায় বর্ষবরণের পার্টি বাতিল করেছে।