কলকাতা: গঙ্গাসাগর মেলার (Gangasagar Fair) আগেই রাজ্য সড়কে (State Road) বেআইনি নির্মাণ উচ্ছেদের নির্দেশ দিল হাইকোর্ট (Kolkata Highcourt)। কচুবেড়িয়া (Kochuberiya) থেকে গঙ্গাসাগর (Gangasagar) পর্যন্ত রাজ্য সড়কের ধারে বেশ কিছু বেআইনি নির্মাণ গড়ে উঠেছে। শুক্রবারের মধ্যে সেই সমস্ত বেআইনি নির্মাণ উচ্ছেদের নির্দেশ দিল হাইকোর্ট (Kolkata Highcourt)। শুক্রবার কাকদ্বীপের (Kakdwip) এসডিও-কে হাজির হয়ে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০১৬-য় বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট (Kolkata Highcourt)। সেপ্টেম্বরে হাইকোর্টে (Kolkata Highcourt) ফের মামলা দায়ের হয় এবং ১৫ দিনের মধ্যে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেও নির্দেশ কার্যকর না হওয়ায় আদালত অবমাননার মামলা করা হবে বলে জানানো হয়েছে।
চলতি বছর জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট জানায়, মানুষের জীবন আগে, বিশ্বাস তার পরে। তাই প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা নিয়েই আদালত বেশি চিন্তিত। মানুষের সুরক্ষা নিশ্চিত করতে না পারলে মেলা বন্ধের নির্দেশ দেওয়া হবে। করোনা-আবহে গঙ্গাসাগর মেলা নিয়ে মন্তব্য করে কলকাতা হাইকোর্টের।
সাগরমেলা প্রাঙ্গণকে কনটেনমেন্ট জোন ঘোষণার দাবিতে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। সেই মামলার শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মামলার শুনানির শুরুতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, গঙ্গাসাগর মেলা নিয়ে কী কী পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।
উল্লেখ্য সম্প্রতি এসএসসি-তে ফের (SSC) ‘অনিয়ম’, গ্রুপ সি-তে ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ, নথি খতিয়ে দেখে বেতন বন্ধ করবে কমিশন (SSC)। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নিয়োগের অভিযোগ। মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Secondary Education) সভাপতিকে হলফনামা দেওয়ার নির্দেশ আদা্লতের। জানাতে হবে কীভাবে সুপারিশপত্র পেয়েছেন, নিয়োগপত্র দিয়েছেন। জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট।
আগের শুনানিতে, SSC’র গ্রুপ C পদে ভুয়ো নিয়োগ ধরে এক ব্যক্তির বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এবার, এই মামলাতে ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । নথি খতিয়ে দেখে, স্কুল সার্ভিস কমিশনকে বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে সুপারিশপত্র? কীভাবে নিয়োগপত্র দেওয়া হয়েছে? মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Secondary Education) সভাপতিকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন: Malda News: জমিতে ছাগল ঢোকা নিয়ে বচসা, যুবকের গোপনাঙ্গ কাটলেন মহিলা