Samsung Smartphone Offer: ভাল ক্যামেরার সঙ্গে মজবুত প্রিমিয়াম ফোন নিতে চান ? তবে অবশ্যই দেখুন স্যামসাঙের (Samsung) এই ফ্ল্যাগশিপ ফোন। বর্তমানে ২৭,৮৫৮ টাকা দাম কমানো হয়েছে এই ফোনের। স্পেকসের দিক থেকে অ্যাপলের ফোনকেও টেক্কা দেবে এই ডিভাইস। দেখে নিন এই ফোনের দাম ও স্পেকস।
Samsung Smartphone Offer: এই স্মার্টফোনে রয়েছে 8GB র্যামের সঙ্গে 128GB ইন্টারনাল মেমরি। যা 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে। র্যাম বেশি হওয়ায় ভাল পারফম্যান্স দেবে এই ফোন। ফোনে রয়েছে 2.9GHz এর Exynos 2100 প্রসেসর। এই ফোনটি Google এর Android 10 অপারেটিং সিস্টেমে কাজ করে। কানেক্টিভিটি বলতে ফোনে রয়েছে ডুয়াল সিম সাপোর্ট। দুটো সিমই 4G সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে 4000mAH এর ব্যাটারি।
Samsung Galaxy S21 Display and Camera: ফোনে রয়েছে 6.2-ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ফুল এইচডি ডিসপ্লে । যার রেজুলেশন 2400X1080 পিক্সেল। একই সঙ্গে ফটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে প্রাইমারি ক্যামেরা হিসাবে রয়েছে 12 মেগাপিক্সেলের ডুয়াল পিক্সেল সেন্সর। এ ছাড়াও রয়েছে একটি আল্ট্রা ওয়াইড 12 মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও পাবেন Tele 13X 64MP সেন্সর। ফোনে সেলফি তোলার জন্য 10 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
আরও পড়ুন : SmartPhone Tips: ফোনে বিরক্ত করছে বিজ্ঞাপন ! এই সহজ পথে বন্ধ করুন অ্যাড
Samsung Galaxy S21 Prices & Offers: এই ফোনের দাম 84,500 টাকা। যদিও এখন Amazon-এ 56,642 টাকায় বিক্রি হচ্ছে এই ফোন। অর্থাৎ এর দাম 27858 টাকা কমানো হয়েছে। এছাড়াও এই ফোনে 14,950 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। এক্সচেঞ্জ অফারে আপনার পুরোনো ফোনের অবস্থা ও মডেলের উপর নির্ভর করবে আপনি কত টাকা ছাড় পাবেন। এছাড়াও কার্ডে কিনলে 1000 টাকার আলাদা ছাড় দিচ্ছে অ্যামাজন।
আরও পড়ুন : Apple Update: অ্যাপলের এই সিদ্ধান্তে টেক বিশ্বে হৈ চৈ, 'ক্ষতির মুখে' পড়বে এরা !
আরও পড়ুন : Spam Calls: বিশ্বে বিরক্তিকর স্প্যাম কলে চতুর্থ ভারত, জেনে নিন প্রথম তিনে কারা