হিন্দোল দে, বিটন চক্রবর্তী ও তুহিন অধিকারী, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) দিন ঘোষণা হতেই হুমকি পোস্টার পড়ল দক্ষিণ ২৪ পরগানার (South 24 Pargana) কাকদ্বীপে (Kakdwip)। তৃণমূলের (TMC) বিরুদ্ধে আঙুল তুলে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি (BJP)। বাঁকুড়ার (Bankura) কোতুলপুরে বিজেপি (BJP) বিধায়ক অভিযোগ করেছেন, তাঁর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও ২ ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 


'টিএমসির বিরুদ্ধে যদি কোন বিজেপি প্রার্থী দেয়, নেতাজি অঞ্চলে তাহলে তার লাশ পড়ে যাবে। যদি কোনও বুথে বিজেপি প্রার্থীর নাম শুনেছি, তাকে যেথায় পাব, সেখানে গুলি করে মারব। তার বাড়ি বোম মেরে উড়িয়ে দেব'।


খুন! বোমাবাজির হুমকি! পঞ্চায়েত ভোট ঘোষণার একদিনের মাথায় এমনই হুমকি পোস্টার পড়েছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার নেতাজী অঞ্চলে। কে বা কারা এই পোস্টার দিয়েছেন তা উল্লেখ করা না হলেও, কাকদ্বীপ ৩ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতির নাম করে পোস্টারে লেখা হয়েছে, মেঘনাদের মাথা কেটে ফুটবল খেলবো। লেখা হয়েছে, দাদার কথা শেষ কথা। বিজেপি কোনও প্রার্থী চলবে না নেতাজী অঞ্চলে। শুধু টিএমসি।


যে বিজেপিকে সাপোর্ট করবে, তাঁকে গাঁজা কেসে ভরে দেব। পোস্টারে খুনের হুমকি! অভিযোগ অস্বীকার তৃণমূলের । এই ঘটনায় বিজেপির তরফে স্থানীয় ঢোলাহাট থানা অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে, শুক্রবার বাঁকুড়ার কোতুলপুরে দলীয় প্রার্থীদের নিয়ে মনোনয়নের জন্য বিডিও অফিসে যান স্থানীয় বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। তাঁর অভিযোগ, বেরোনোর সময় তাঁর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দেয় চোর স্লোগান!ধাওয়া করা হয় তাঁর গাড়ি! 


পাশাপাশি, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্য়ে ১৪টি ও তিনটি পঞ্চায়েত সমিতির আসনে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যান। আগে থেকেই বিডিও অফিসের সামনে ব্য়ারিকেড করেছিল পুলিশ। টেঙগুয়া থেকে দলবল নিয়ে মিছিল করে যখন বিজেপি প্রার্থীরা বিডিও অফিসের সামনে পৌঁছয়, পুলিশ তাঁদের আটকালে শুরু হয় আঙুল উচিয়ে তর্কাতর্কি! বচসা! মনোনয়ন জমার প্রথম সকালেই এই ছবি! প্রশ্ন হল, বিচ্ছিন্ন ঘটনা হিসেবে এই ছবি ধরা থাকবে তেইশের পঞ্চায়েতের ইতিহাসে? নাকি, এরই পুনরাবৃত্তি রাজ্যবাসীকে দেখতে হবে আগামী একমাস?