গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : সুন্দরবনে বাঁধ নিয়ে ক্ষোভ নতুন কিছু নয়। এবার স্থানীয়দের সেই বাঁধভাঙা ক্ষোভই আছড়ে পড়ল খোদ সুন্দরবন উন্নয়নমন্ত্রীর সামনে। নামখানায় স্থানীয় বিধায়ক ও মন্ত্রী বঙ্কিম হাজরাকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকার মহিলা, গ্রামবাসীরা। এদিকে বিক্ষোভের মুখে পড়ে, এলাকার জনপ্রতিনিধিদেরই কাঠগড়ায় তুলেছেন মন্ত্রী। 


তৃণমূলের শক্তগড়, দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের জন-প্রতিনিধি। তাও আবার সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা। বৃহস্পতিবার, সকালে নামখানার নারায়ণগঞ্জে হাতানিয়া-দোয়ানিয়া নদীর বাঁধ মেরামতির দেখতে গিয়েছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী এবং, এলাকার বিধায়ক, বঙ্কিম হাজরা। আর সেখানে গিয়ে, গ্রামবাসী মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে।গ্রামবাসীদের দাবি, একের পর এক কটালে ধসে যাচ্ছে হাতানিয়া- দোয়ানিয়া নদীর বাঁধ। চোখের সামনে তলিয়ে যাচ্ছে চাষের জমি, ঘরবাড়ি। জীবনযাপন সঙ্কটের মুখে। বছর ঘুরে যায় , ছবিটা বদলায় না। গ্রামবাসীদের অভিযোগ, কোনও প্রতিনিধি আসে না। আজ মন্ত্রী এসেছে তাই মানুষ ক্ষোভ দেখিয়েছে।


প্রশাসন কোটি কোটি টাকা খরচ করলেও, কাজের কাজ কিছুই হচ্ছে না। এরই মধ্যে, মঙ্গলবার বাঁধ মেরামতির সময় ধস নামে। চালক-সহ পে লোডার নদীতে তলিয়ে যায়। চালককে উদ্ধার করা হলেও খোঁজ মেলেনি পে লোডারের। বৃহস্পতিবার, মন্ত্রী ঘটনাস্থলে যেতেই, তাঁকে ঘিরে আধঘণ্টারও বেশি সময় ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।  মহিলারা ঘিরে ধরে চিৎকার করে প্রতিবাদ জানাতে থাকে। হাহাকার করে প্রশ্ন, নদী বাঁধ দিনের পর দিন ভেঙে পড়ছে। জায়গা জমি কিছু নেই। বসত জমি চলে গেলে থাকব কোথায়? 


সুন্দরবন উন্নয়নমন্ত্রী তখন হাত জোড় করে বলেন, 'এই জায়গাতে কোনও জনপ্রতিনিধি এখানে আসেনি। আমি এই প্রথম জনপ্রতিনিধি হিসেবে এই জায়গায় এসেছি। স্বাভাবিক তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ এটা, ঠিকই। তাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছি। মানুষের কাছে হাত জোড় করে, আমি ক্ষমা চেয়ে বলেছি, যে একটু আমাদের সময় দিন। বিষয়টা অত্য়ন্ত গুরুত্ব সহকারে আমরা দেখছি' 


সমাধানের আশ্বাস তো দিয়েছেন মন্ত্রী। কিন্তু সত্য়ি কি সমস্যা  মিটবে? কবে সুদিন ফিরবে? তারই অপেক্ষায় এখানকার বাসিন্দারা। 


আরও পড়ুন : 'জুনিয়র ডাক্তারদের জন্য কিছু প্লিজ করবেন না' নারায়ণ-কুণাল সাক্ষাতের পর কড়া বার্তা আসফাকুল্লার,কী বার্তা কিঞ্জলের?  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।