রঞ্জিৎ হালদার, সোনারপুর: আইসিডিএস সেন্টারের (ICDS centre) রান্না করা খাবারের মধ্যে ইঁদুর ঘুরে বেড়ানোর ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে (Sonarpur)। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এসে আইসিডিএস সেন্টারের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন।


আরও পড়ুন: WB Dengue Case: বর্ষার শুরুতেই সাফাই অভিযান, ডেঙ্গি মোকাবিলায় তৎপরতা বাঁকুড়ায়


স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাড়াল ICDS সেন্টারে। গর্ভবতী মহিলা ও পড়ুয়া মিলিয়ে প্রতিদিন মোট ৪২ জনের রান্না হয় সেখানে। বুধবারেও রান্না হয়েছিল। রান্নার পর সবাইকে খিচুড়ি ও ডিমসেদ্ধ দেওয়া হয়। কেউ কেউ খাবার নিয়ে বাড়িতে গিয়ে দেখেন যে খিচুড়ির মধ্যে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি জানাজানি হতে অনেকেই বমি করতে শুরু করেন।  এরপরই স্থানীয় বাসিন্দারা জড়ো হন ওই ICDS সেন্টারের সামনে। অব্যবস্থার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন।


আরও পড়ুন: WB Assembly By Poll 2024: উপনির্বাচনেও ভোট সন্ত্রাসের অভিযোগ, আশান্তির আবহে ভোট পড়ল কত শতাংশ?


এলাকাবাসীর অভিযোগ, ওই আইসিডিএস সেন্টারের রান্নাঘরে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ। তারপর প্রতিদিনই নিম্নমানের খাবার দেওয়া হয়। যাঁরা সেন্টারের দায়িত্বে রয়েছেন তাঁরা নিয়মিত আসেন না। খাবারের পরিমাণও কম দেওয়া হয়। এছাড়া চালের বস্তায় পোকা ও ইঁদুরের উৎপাত লেগেই আছে। এই বিষয়ে বারবার অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয় না। আজ অনেকে বাড়িতে খাবার নিয়ে দেখেন রান্না করা খিচুড়ির মধ্যে জ্যান্ত ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। তা দেখেই বমি করতে শুরু করেন কেউ কেউ। এই ঘটনার প্রতিবাদ জানাতেই সবাই ওই আইসিডিএস সেন্টারের সামনে জড়ো হয়েছিলেন। পরে স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ বন্ধ হয়। আগামী দিন এরকম ঘটনা ঘটলে আরও তীব্র হবে প্রতিবাদ।


যদিও গাড়াল আইসিডিএস সেন্টারের রাঁধুনি জানান, তিনি পরিষ্কার করেই রান্না করেছিলেন। তা সত্ত্বেও কেন এমন ঘটনা ঘটেছে বুঝতে পারছেন না। অন্যদিকে কী করে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে সোনারপুর ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Vegetable Price Hike : মাছ মাংস সবজির আগুন দাম, মুখ্যমন্ত্রীর নির্দেশ পেতেই বড় পদক্ষেপ