ঝিলম করঞ্জাই, অর্ণব মুখোপাধ্য়ায় , সৌরভ বন্দ্য়োপাধ্য়ায়, কলকাতা : মঙ্গলে মুখ্য়মন্ত্রীর নির্দেশ। আর বুধেই অ্যাকশনে নামল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্স। শাকসবজি থেকে মাছ মাংস, খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে কলকাতা থেকে শুরু করে একাধিক জেলায় চলল অভিযান। বুধবার এদিন সকালে প্রথমে কাঁকুড়গাছির ভিআইপি মার্কেটে যান টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে এবং কলকাতা পুলিশের EB-র আধিকারিকরা।
কাঁকুড়গাছি বাজারের পর অভিযান চলে শিয়ালদার কোলে মার্কেটে। পাইকারি বাজারে দামের সঙ্গে খুচরো বাজারের দামের পার্থক্য কত তা জানতে নথিপত্র দেখতে চাওয়া হয় বিক্রেতাদের থেকে। আড়ত থেকে কত দামে কেনা হয়েছে সবজি, জানতে চান ইবি আধিকারিকরা। শিয়ালদা কোলে মার্কেটের এক পাইকারি বিক্রেতা জানান, 'জিনিসপত্রের দাম বেশি কারণ, সারের দাম বেশি, স্টোরেজ ভাড়া আছে।' আর এর ফলে যে আদতে বিক্রেতারাই ক্ষতির মুখে পড়ছেন, তাও জানালেন।
গত কয়েকদিন ধরেই পাল্লা দিয়ে বাড়ছে খাদ্য সামগ্রীর দাম। আলু, পেঁয়াজ-সহ নানা সব্জি থেকে মাছ, মাংস, দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। সাধারমের পকেট ফাঁকা হয়ে যায়, কিন্তু বাজারের ব্যাগ ভরে না। এই পরিস্থিতিতেই মঙ্গলবার কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ' ১০ দিনের মধ্যে দাম কমাতে হবে। কী করে করবেন সেটা দেখতে হবে। আমি টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি দাম কমাতে হবে। ৭ দিন অন্তর টাস্ক ফোর্সের মিটিং হবে। তাতে মুখ্যসচিব, পুলিশ কমিশনার, ডিজি থাকবেন'
এতটা দাম বাড়লই বা কেন ? টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, ' আমরা গত মাসে বেরইনি, প্রচন্ড গরম চলছিল। এখনও গরম আছে কিন্তু, তখন ৪০ ডিগ্রির ওপরে চলছিল। সেই সময় বেরনো হয়নি, তারপরে আমরা কিছুটা মুখ্য়মন্ত্রীর নির্দেশের অপক্ষায় ছিলাম। উনি নির্দেশ দেওয়ার পরই আমার বেরোই।'
শহরের পাশাপাশি, এদিন বিভিন্ন জেলার, বাজারগুলিতেও মূল্য়বৃদ্ধি রুখতে সক্রিয় ভূমিকা নেয় প্রশাসন। পানাগড় বাজার এবং দুর্গাপুরের স্টিল টাউনশিপের বাজারে জেলা প্রশাসন এবং ক্রেতা সুরক্ষা দফতরের তরফে চালানো হয় অভিযান। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের বেলদা নন্দ মার্কেটে জেলা পুলিশ এবং বেলদা থানা পুলিশের তরফে মূল্য়বৃদ্ধি রুখতে বিক্রেতাদের সঙ্গে কথা বলা হয়। অন্য়দিকে, আসানসোল সবজি বাজারে যায় টাস্ক ফোর্সের প্রতিনিধি এবং জেলা প্রশাসন। বুধবার সকালে জলপাইগুড়ির বিভিন্ন বাজারে অভিযান চালায় জলপাইগুড়ি জেলা প্রশাসন ও কৃষি বিপণন দফতর। হুগলির শেওড়াফুলি পাইরকারি বাজারে অভিযান চালানো হয় শ্রীরামপুরের SDO তরফে। তবে সব মিলিয়ে এখন দেখার মুখ্য়মন্ত্রীর নির্দেশে তৎপর হওয়ার পর কবে কমে শাক সবজির দাম? তার অপেক্ষাতেই সাধারণ মানুষ।
আরও পড়ুন:
জগন্নাথদেব ফেরার আগেই খোলা হবে তাঁর রত্নভাণ্ডার, চাবি না পেলে কী হবে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।