জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: এবার পাথরপ্রতিমায় (Patharpratima) বাঘের আতঙ্ক। পূর্ব সুরেন্দ্রনগর গ্রামের বাসিন্দাদের দাবি, গতকাল রাতে বাঘের দেখা মেলে। নদীর চরে বাঘের পায়ের ছাপ মেলায় আতঙ্ক চেপে বসেছে। এলাকায় (Royal Bengal) রয়্যাল বেঙ্গলের উপস্থিতির কথা স্বীকার করেছে বন দফতর।  নদীর ওপারে মূর্তিমান আতঙ্ক। 


আর এপারে, নদীর চরে বাঘের টাটকা পায়ের ছাপ! এই ছবি, জানান দিচ্ছে কাছে পিঠেই ঘোরাফেরা করছে রয়্যাল বেঙ্গল টাইগার। রায়দিঘি, কুলতলি, গোসাবার পর এবার পাথরপ্রতিমা। দক্ষিণ রায়ের বাহনের আতঙ্কে কাঁপছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) পূর্ব সুরেন্দ্রনগর গ্রাম।


গ্রামবাসীদের দাবি, শনিবার রাতে এলাকায় বাঘের উপস্থিতি বুঝতে পারেন তাঁরা। রবিবার সকালেই ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ায় আতঙ্ক আরও জাঁকিয়ে বসেছে।


এলাকার বাসিন্দাদের দাবি, নদীর ওপারে জঙ্গলের কাছে দুটো বাঘকে বসে থাকতেও দেখেছেন তাঁরা। গ্রামবাসীদের তোলা ভিডিওতেও দেখা মিলেছে দক্ষিণ রায়ের বাহনের।


আরও পড়ুন: North 24 Parganas Weather Forecast: মাঘের শেষে স্লগ ওভারে ঝোড়ো ব্যাটিং শীতের, আজ কেমন উত্তর ২৪ পরগণার আবহাওয়া?


তরুণ মণ্ডল নামে এক জানাচ্ছেন, বাঘের খোঁজে বনকর্মীরা এসেছেন। ওঁদের সঙ্গে আমরাও বাঘের খোঁজ করছি। নদীর চরে বাঘের পায়ের ছাপ! যদি লোকালয়ে ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গল?


আতঙ্কে লাঠি-বাঁশ নিয়ে পাহারা দিতে শুরু করেছেন গ্রামবাসীরা। রবিবার সকালে ঘটনাস্থলে আসেন রায়দিঘি রেঞ্জের বনকর্মীরা। শুরু হয় তল্লাশি। নদীর চরে পায়ের ছাপ বাঘেরই, নিশ্চিত করেছেন মুখ্য বন আধিকারিকও। বাঘের খোঁজে জঙ্গল ও জঙ্গল লাগোয়া এলাকায় তল্লাশিও শুরু করেছেন বনকর্মীরা।



গত বৃহস্পতিবার, রায়দিঘির দমকল গ্রামেও বাঘের আতঙ্ক ছড়ায়। সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই ফের জঙ্গল লাগোয়া গ্রাম পূর্ব সুরেন্দ্রনগরের আশেপাশে নদীর চরে বাঘের পায়ের ছাপ! রয়্যাল বেঙ্গলের ভয়ে কাঁটা হয়ে আছেন এলাকার মানুষজন।