গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : একে বর্ষা, তার উপর নিম্নচাপের বৃষ্টি। জোড়া ফলায় জল থৈ থৈ রাজ্যের বেশ কয়েকটি জেলা। এরই মধ্যে ডিভিসির জল ছাড়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তারই মধ্যেই ফের প্রকৃতির চোখরাঙানি। শনিবারই  উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। তার জেরে সোমবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে রবি ও সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরই মধ্যে দক্ষিণবঙ্গ থেকে আসেছে দুশ্চিন্তার খবর।

  


দিন কয়েক আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ট্রলার নিয়ে সাগরে পাড়ি দিয়েছিলেন বেশ কয়েকজন মৎস্যজীবী। কিন্তু সমুদ্র ছিল উত্তাল। বইছিল এলোপাথারি পাওয়া।  সামুদ্রিক ঝড়ে বঙ্গোপসাগরে ডুবে যায় ট্রলার। সেখান থেকেই নিখোঁজ হয়ে গিয়েছেন ৯ জন মৎস্যজীবী। অন্য ট্রলারের মৎস্যজীবীরা দুর্ঘটনাগ্রস্ত ট্রলার থেকে ৮ জনকে উদ্ধার করেন।


গত বুধবার নামখানা থেকে এফবি বাবা গোবিন্দ নামে ওই ট্রলারে চড়ে বেশ কয়েকজন মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে যান।  শুক্রবার গভীর রাতে বাঘেরচর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সামুদ্রিক ঝড়ে ট্রলার উল্টে যায়। ট্রলারের খোঁজ মিলেছে। সেটিকে উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে। কিন্তু ৯ জন মৎস্যজীবীর কোনও খোঁজ না মেলায় উদ্বিগ্ন পরিবার।  


এর আগে গত ১৬ সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগনায় নাগাড়ে ভারী বৃষ্টি হয়। সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। এর মধ্যেই সমুদ্রে ইলিশ ধরতে যাওয়া ৩টি ট্রলারের ৪৬ জন মৎস্যজীবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার থেকে এই ট্রলারগুলি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। সমুদ্র উত্তাল থাকায় বিভিন্ন খাঁড়িতে আশ্রয় নেন মৎস্যজীবীরা। তারপর তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। 


আবহাওয়া দফতরের আশঙ্কা, নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। উত্তর আন্দামান সাগরে শনিবার তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এই ঘূর্নাবর্ত ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে সোমবার নাগাদ। উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। আর তার ফলে বাংলার বিভিন্ন জেলায় ফের বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে আতঙ্ক বাড়ছে রাজ্যের বানভাসী জেলাগুলির মানুষের। আবার যদি বৃষ্টি হয়, তাহলে তাঁদের জলমুক্তি হবে কবে, আতঙ্কে রাজ্যবাসী। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: বাংলা-ঝাড়খণ্ডের সব সীমানা বন্ধ রাজ্যের, পুরুলিয়ায় লরির সারি