জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: মাঝনদীতে বিপত্তি। সোমবার সকালে এমনই ঘটনা ঘটল নামখানায় (Namkhana)। নদীর মাঝে উল্টে গেল ট্রলার। যদিও সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ হওয়ায় প্রাণহানি ঘটেনি। 


কী ঘটনা:
নামখানা ঘাটে আসার পথে এদিন উল্টে যায় ট্রলারটি (Trawler)। সোমবার সকালে নামখানার হাতানিয়া-দোয়ানিয়া নদীর ঘটনা। এফবি শঙ্খচক্র নামে ওই মাছ ধরার ট্রলারটি নদীতে উল্টে যায়। সেখানে ১৫ জন মৎস্যজীবী ছিলেন। স্থানীয়রা জানাচ্ছেন, ওই ট্রলারটি কাকদ্বীপ থেকে নামখানা আসছিল। সেই সময় হঠাৎ উল্টে যায়। মাছ ধরার জন্য যাবতীয় সরঞ্জাম, মাছ ধরার জাল, তেল ও অন্য সামগ্রী ছিল ওই ট্রলারে। খবর পাওয়া মাত্রই ওই এলাকায় পৌঁছয় নামখানা থানার পুলিশ। ট্রলারটিকে উদ্ধারের কাজ শুরু হয়। স্থানীয়দের প্রচেষ্টায়, সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও সাতসকালে এমন ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়ায় এলাকায়।     


এর আগেও রাজ্যে নৌকাডুবি:
চড়ায় ধাক্কা লেগে উল্টে গিয়েছিল ট্রলার। মাঝ সমুদ্রে ভয়াবহ দুর্ঘটনা। সম্প্রতি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের হিজলিতে। স্থানীয় সূত্রে খবর, নন্দীগ্রামের কেন্দামারী থেকে পেটুয়াঘাট মৎস্য বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল একটি ফিশিং ট্রলার। সকাল ১১টা নাগাদ সমুদ্রের বুকে জেগে থাকা একটি চড়ায় ধাক্কা খেয়ে উল্টে যায় ট্রলারটি। ওই ঘটনায় উদ্ধার হয় দু'জনের মৃতদেহ। নিখোঁজ ছিল ট্রলারের সাত জন যাত্রী।


এই বছরেই জানুয়ারি মাসে বঙ্গোপসাগরে ট্রলার দুর্ঘটনা ঘটেছিল। পাটাতন ভেঙে ডুবে গিয়েছিল ট্রলার। আশেপাশের ট্রলার থেকে মৎস্যজীবীরা এসে তাঁদের উদ্ধার করে। বিভিন্ন সময় রাজ্যে একাধিক ট্রলার দুর্ঘটনা ঘটে। বেশ কিছু ঘটনায় প্রাণহানি হয়। অনেকসময় সম্পদের ক্ষতি হলেও প্রাণহানি এড়ানো যায়। যেমন সোমবার সকালের ঘটনায় প্রাণহানি এড়ানো গিয়েছে। যদিও ঘাটের কাছাকাছি নদীর মধ্যে এমন ঘটনা ঘটায় সহজেই উদ্ধারকাজ চালু করা গিয়েছিল।  


আরও পড়ুন: প্রতিবাদের নামে তাণ্ডব, প্রতিবাদে বেথুয়াডহরিতে ৭২ ঘণ্টা ব্যবসা বন্ধের ডাক