গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: খোঁজ মিলেছে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার এফবি বাবা গোবিন্দের। অন্য ট্রলার দিয়ে উপকূলে টেনে আনা হচ্ছে। আজ দুপুরের মধ্যে নামখানার কোনও ঘাটে নিয়ে আসা হবে ট্রলারটিকে। এই ডুবে যাওয়া ট্রলারের কেবিনের মধ্যে মিলেছে ২ নিখোঁজ মৎস্যজীবীর দেহ। কিন্তু বাকি সাত জনের দেহের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি। কাকদ্বীপ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারের সব ব্যবস্থা করা হয়েছে। নদীর ঘাটে অধীর অপেক্ষায় নিখোঁজ মৎস্যজীবীদের পরিবার।


বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার হলেও, বাকি মৎস্যজীবী নিখোঁজ থাকায় আতঙ্ক এখনও রয়েছে। গত বুধবার নামখানা থেকে এফবি বাবা গোবিন্দ নামে ওই ট্রলারে চড়ে বেশ কয়েকজন মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে যান। শুক্রবার গভীর রাতে বাঘেরচর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সামুদ্রিক ঝড়ে ট্রলার উল্টে যায়। ৮ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, খোঁজ মিলছিল না ৯ জন মৎস্যজীবীর। তাঁদের মধ্যে ২ জনের খোঁজ মিলেছে। বাকিরাও এখনও নিখোঁজ। গতকাল দুপুর থেকে শুরু হয় উদ্ধারকাজ। ট্রলার টেনে আনার চেষ্টা হলেও, সমুদ্র উত্তাল থাকায় বারবার বাধার মুখে পড়তে হয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: টালিগঞ্জের স্টুডিও পাড়ায় 'থ্রেট কালচার'! আত্মহত্যার চেষ্টা টলিউডের হেয়ার স্টাইলিস্টের, 'লড়াই' করার বার্তা সুদীপ্তার