দক্ষিণ ২৪ পরগনা, জয়ন্ত রায়: মহেশতলায় (Maheshtala) অবৈধ প্রমোটিং (Promoting) এর বিরোধিতা করায় ক্লাবে কমিটি গঠন চলাকালীন দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। ঘটনায় আহত ১৫ জন।


পুলিশ এবং ক্লাব সদস্যদের থেকে পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মহেশতলা পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের রায়পুরে 'যাত্রীক অ্যাথলেটিক ক্লাব' নামে একটি ক্লাবের তাদের নিজস্ব পরিচালন সমিতির রাত ন'টা নাগাদ একটি সমাবেশ চলছিল। তাতে নতুন করে কমিটি গঠনের পাশাপাশি বিভিন্ন দায়িত্বে কে বা কারা থাকবে তা নিয়ে আলাপ আলোচনা চলছিল। ক্লাব সদস্যদের ইচ্ছা ছিল মহিলা সদস্যরা প্রাধান্য পাক।


ক্লাব সদস্যদের অভিযোগ, সেই সমাবেশ চলাকালীন হঠাৎই শেখ বাপ্পা নামে এক যুবক এবং তার অনুগামী ১০০টি ছেলে ক্লাবে ঢুকে করে ক্লাবের চেয়ার দিয়েই ক্লাব সদস্যদের মারতে শুরু করে। এই ঘটনার শুরুতে ক্লাবের সদস্যরা বিরোধিতা করলেও আচমকা এই দুষ্কৃতী তাণ্ডবে ক্লাবের তারা কার্যত অবাক হয়ে যায়। পরিস্থিতি বুঝে ওঠবার আগেই ক্লাবের অন্তত ১৫ জন সদস্য আহত হয়।


আরও পড়ুন: North 24 Paraganas: মর্মান্তিক দুর্ঘটনা! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কাঁচামাল বিক্রেতার


রাতেই মহেশতলা থানায় এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি আহতদের বেহালার বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ক্লাব সম্পাদক শুভ্র বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দকে জানিয়েছেন, খড়ের বাগান অঞ্চলে কিছু মানুষ বসবাস করতেন। তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে অবৈধভাবে প্রমোটিং এর কাজ শুরু করেছিল শেখ বাপ্পা। এই কাজেরই প্রতিবাদ করেছিল ক্লাবের সদস্যরা।


ক্লাবের সদস্যদের অনুমান, অবৈধ প্রমোটিং রুখে দেওয়ার পাশাপাশি ক্লাবের পরিচালন সমিতিতে মহিলাদের প্রাধান্য দেওয়ার শেখ বাপ্পা ও তার অনুগামীরা গত রবিবার রাতে ক্লাবের এই অতর্কিত হামলা চালিয়েছে। বাপ্পা ও তার অনুগামীরা চাইছিল ক্লাবের পরিচালন সমিতির সমস্ত দায়দায়িত্ব বাপ্পাকে ছেড়ে দেওয়া হোক। রাতেই বিশাল পুলিশবাহিনী 'যাত্রীক অ্যাথলেটিক' ক্লাবের সামনে মোতায়েন করা হয়েছে। তবে গোটা ঘটনায় শেখ বাপ্পা বা তার অনুগামী কারও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।