সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: ফের মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট (electrocuted) হয়ে মৃত্যু হল এক কাঁচামাল বিক্রেতার। উত্তর ২৪ পরগণার (North 24 Paraganas) ঘটনায় শোকের ছায়া।


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত কাঁচামাল বিক্রেতা


উত্তর ২৪ পরগণা জেলার বাগদা হেলেঞ্চা হাটে দোকানের সামনে কাজ করছিলেন কাঁচামাল বিক্রেতা অসিত প্রামাণিক। ভুলেও ভাবেননি এমন দুর্ঘটনা ঘটতে পারে তাঁর সঙ্গে। রবিবার সন্ধায় দোকানের সামনে কাজ করতে গিয়ে খানিক অসাবধান হয়েই হাত পড়ে যায় বিদ্যুতের তারে। সঙ্গে সঙ্গে অঘটন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই লুটিয়ে পড়েন অসিত।


এরপর তাঁকে উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 


গাছের ডাল ভেঙে দুজনের মৃত্যু


অন্যদিকে গতকালই গাছের ডাল ভেঙে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। সেই ঘটনাও উত্তর ২৪ পরগণার। স্থানীয় সূত্রে জানা হিয়েছে, চাঁদপাড়া বিডিও অফিসের পাশে মুরগির মাংসের দোকানটি একটি শিরিষ গাছের নিচে ছিল। এদিন ওই দোকানের উপর ভেঙে পড়ে শিরিষ গাছের বড় ডাল। ঘটনায় গুরুতর জখম হন বেশ কয়েকজন ব্যক্তি। তাঁদের দ্রুত নিয়ে যাওয়া হয় বনগাঁ হাসপাতালে।


আরও পড়ুন: CBI: বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় পরেশ পালকে তলব সিবিআইয়ের


স্থানীয় ব্যক্তিদের থেকে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার সকালেও দোকান খুলেছিলেন রতন মণ্ডল। বেলা বারোটা নাগাদ দোকানের উপর শিরিষ গাছের একটি বড় ডাল আচমকা ভেঙে পড়ে। সেই সময়ে ওই দোকানে ছিলেন তিন থেকে চারজন ব্যক্তি। গাছের ডাল পড়ে ভেঙে যায় দোকান ঘর। দোকানে থাকা প্রত্যেকেই কম বেশি আহত হন এই ঘটনা। যদিও দুজনের আঘাত ছিল গুরুতর। স্থানীয় বাসিন্দারা ক্রেনের সাহায্যে গাছের ডাল তোলার কাজে হাত লাগান। এরপর আহতদের উদ্ধার করে বনগাঁ (Bongaon) মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা দু'জনকে মৃত বলে ঘোষণা করেন।