রঞ্জিৎ হালদার, বারুইপুর: বারুইপুরে সীতাকুণ্ড এলাকায় টাকার দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ, দাবি মতো টাকা না দেওয়ায় খুন করা হয় বধূকে। স্বামী-সহ শ্বশুরবাড়ির ৫ সদস্যের বিরুদ্ধে বারুইপুর থানায় খুনের অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক।


বিয়ের পর বারবার বধূর থেকে টাকার দাবি করা হতো। ১৫ হাজার টাকা দেওয়ার পরও, বধূকে খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় বারুইপুরের সীতাকুণ্ড এলাকায়। বছর চারেক আগে, মগরাহাটের সরিফা খাতুনের সঙ্গে বিয়ে হয় বারুইপুরের ব্যবসায়ী রফিকুল মণ্ডলের।


মৃতের পরিবারের অভিযোগ, বিয়েতে যৌতুক দেওয়া হলেও আরও টাকার দাবিতে শুরু হয় অত্যাচার। গত অগাস্ট মাসে ফের ২৫ হাজার টাকা চাওয়া হলে, গৃহধূর পরিবার ১৫ হাজার টাকা দেয়।


অভিযোগ, বাকি টাকার দাবিতে গতকাল বেধড়ক মারধরের পর, শ্বাসরোধ করে খুন করা হয় ওই গৃহবধূকে। মৃতের বাবা বলেন, আমার মেয়েকে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে মেরেছে জামাই, মা আর বউদি, সবসময় টাকা, সোনা দাবি করত, দিতে না পারলে অত্যাচার করত মেয়ের উপর।


প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাপের বাড়ির সদস্যরা গিয়ে দেহ উদ্ধার করে। মৃতের ভাই বলেন, দিদি বলে আমাকে নিতে এস ডাক্তারখানায়, ৯টার দিকে ফোন করে বলে তোমরা নিয়ে যাও, প্রতিবেশীরা ফোন করে বলে মেরে ঝুলিয়ে দিয়েছে, সারা শরীরে কালশিটে দাগ। 


মৃতের পরিবারের, দাবি ঘটনার পর বধূর তিন বছরের ছেলেকে নিয়ে পালিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। বারুইপুর থানায় খুনের অভিযোগ দায়ের হয়েছে স্বামী-সহ শ্বশুরবাড়ির ৫ সদস্যের বিরুদ্ধে। 


আরও পড়ুন: পণের দাবিতে ক্রমাগত অত্যাচার, বরানগরে আত্মঘাতী সদ্য বিবাহিতা


আরও পড়ুন: রায়গঞ্জে পণের দাবিতে বধূকে 'মারধর করে হত্যা', আটক স্বামী, শাশুড়ি