রঞ্জিত হালদার, বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা হাসপাতালে (Baruipur Super Speciality Hospital) কর্তব্য়রত চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূলকর্মীর বিরুদ্ধে। ঘটনায় চিকিৎসকের হয়ে রুখে দাঁড়ান ওপিডিতে দেখাতে আসা রোগীরা। চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ। 


আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রতিবাদে উত্তাল রাজ্য়। আর জি কর-কাণ্ডে বিচারের পাশাপাশি সুরক্ষার দাবিতেও সরব চিকিৎসকরা। এই আবহেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে হাসপাতালে ঢুকে কর্তব্য়রত চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। জয়নগরের বাসিন্দা তৃণমূল কর্মী মুনমুন মোল্লা। চাকরির জন্য় মেডিক্য়াল টেস্ট করিয়ে ফিটনেস সার্টিফিকেট নিতে এলাকার কয়েক জন যুবককে নিয়ে মঙ্গলবার বারুইপুর হাসপাতালে আসেন তিনি। ফিটনেস সার্টিফকেট পেতে দেরি হওয়ায় সেই সময় হাসপাতালে কর্তব্য়রত চিকিৎসক অভিজিৎ নস্করকে তিনি হুমকি দেন বলে অভিযোগ। অভিযোগকারী চিকিৎসক অভিজিৎ নস্কর বলেন, "ওপিডি চলছে। ওপিডিতে যেমন ভিড় তাকে প্রতিদিন। সেই ভিড়টা ছিল। উনি এসে দাবি করছেন যে ওঁকে আগেই ফিটনেস সার্টিফিকেট দিয়ে দিতে হবে। আমি বলেছিলাম য়ে আগে আমি রোগী দেখব। তারপরে আমি ফিটনেস সার্টিফিকেট দিতে পারব। উনি বললেন যে আপনি আমার সরকারি চাকরি করছেন। আমি নেতা। আপনার চাকরি আমি খেয়ে নেব। আপনাকে আমি দেখে নেব।''


আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্য়েই বারুইপুর মহকুমা হাসপাতালের চিকিৎসককে তৃণমূল কর্মীর হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে। যদিও অভিযুক্ত তৃণমূল কর্মীর মুনমুন মোল্লার দাবি, "আমি সব সিস্টেম জানি। ওঁর সঙ্গে কোনও বড়-ছোট কথা বলিনি। উনি আমাকে বলার পরে আমি বলেছি। আমিও একজন মানুষ। রক্ত-মাংসে গড়া মানুষ। একটা নারী আমাকে যদি বলে একজন যে গরু-ছাগল তাহলে আমিও বলতে পারি।''

ঘটনায় কর্তব্য়রত চিকিৎসকের হয়ে রুখে দাঁড়ান ওপিডিতে দেখাতে আসা রোগীরা। হাসপাতালের সুপার ধীরাজ রায় বলেন, "মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারবাবু উনি একটা চিঠি দিয়েছেন থানায়। যিনি এই ঘটনাটা ঘটিয়েছেন আরকি তাঁকে থানা থেকে নিয়ে যাওয়াও হয়েছে। আমাদের দিক থেকেও সুপার হিসেবে আমার তরফ থেকেও একটা চিঠি আমি দিচ্ছি।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: R G Kar News: 'আনুগত্যের চাহিদা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি' আরজি কর কাণ্ডের প্রতিবাদে পুরস্কার ফেরত নাট্য পরিচালকের