রঞ্জিত হালদার, ভাঙড় : ভাঙড়ে (Bhangar) বোমাবাজির (Bombing) শব্দে জ্ঞান হারাল আড়াই বছরের শিশু।  তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ আইএসএফের (ISF)। যদিও, অভিয়োগ অস্বীকার করেছে তৃণমূল (TMC)। আহত শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে কলকাতার হাসপাতালে।  


কাঁকিনাড়া, নরেন্দ্রপুরের পর এবার ভাঙড়। ফের বোমায় বিপন্ন শৈশব। আইএসএফ-তৃণমূল দ্বন্দ্বের শিকার হতে হল শৈশবকে। রবিবার ভাঙড়ের ঘটকপুকুরে প্রতিবাদ সভা ছিল আইএসএফের। এই সভায় যারা যোগ দিয়েছিলেন, সোমবার সকাল থেকেই তাঁদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূলের বিরুদ্ধে। এরপরই, এলাকায় শুরু হয় বোমাবাজি। বোমার বিকট আওয়াজে জ্ঞান হারায় আড়াই বছরের শিশু। প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে কলকাতার শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে আসা হয় শিশুটিকে। 

ঘটনাস্থলে যায় ভাঙড় থানার পুলিশ। উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বোমার সুতলি। যদিও, বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভাঙড় (১) তৃণমূল কংগ্রেসের ব্লক কোর কমিটির সদস্য বাহারুল ইসলাম, 'আমাদের লোকেরা কেন বোমাবাজি করতে যাবে? ওরাই কাল মিটিং করেছে, বোমা ফাটিয়েছে'। ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক সওকত মোল্লা বলেছেন, 'সম্পূর্ণ সাজানো নাটক। কোথায় একটা চকোলেট বোম ফেটেছে। একটা বাচ্চা নাকি শুনলাম একটু অসুস্থ হয়েছে। কোনও ইনজুরি তার গায়ে নেই'। পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে এভাবে বোমাবাজির ঘটনায় উদ্বিগ্ন পুলিশ কর্তারাও।


গত ১ বছরের মধ্যে রাজ্যে একাধিক জায়গায় বোমাবাজিতে মৃত্যু হয়েছে একাধিক শিশুর। জখম হওয়া শিশুর সংখ্যাটাও নেহাতই কম নয়।
মারগ্রাম, মানিকচক, কুলপি, মিনাখাঁ, সাঁইথিয়া, কাঁকিনাড়ায় বারবার বোমার আঘাত কখনও কেড়েছে প্রাণ, কখনও বিপন্ন করেছে শৈশব। সোমবার, ভাঙড়ে যেখানে এই বোমাবাজির ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সেখানেই পাল্টা সভা করে তৃণমূল।


আরও পড়ুন- টাকা নেই, মুখ ফিরিয়েছে অ্যাম্বুল্যান্স! সন্তানের দেহ ব্যাগেই ফেরালেন বাবা


২০২২-এর ২৮ ডিসেম্বর বীরভূমের মাড়গ্রাম বিস্ফোরণ ঘটে। তাতে বালকের মৃত্যু হয়। ২০২২-এর ২২ ডিসেম্বর মালদহের মানিকচকে বোমায় জখম হয় শিশু। ২০২২-এর ১৭ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে বিস্ফোরণে জখম হয় কিশোর। ২০২২-এর ১৬ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বিস্ফোরণে মৃত্যু হয় শিশু। ২০২২-এর ১৪ ডিসেম্বর বীরভূমের সাঁইথিয়ায় বোমায় জখম হয় কিশোর। ২০২২-এর ২৫ অক্টোবর উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় বিস্ফোরণে শিশুর মৃত্যু হয়।


আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি