রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ফের ঝরল রক্ত। তবে রাজনৈতিক কারণ নয়। এবার জমি সংক্রান্ত শরিকি বিবাদকে কেন্দ্র করে ৫ জনকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠল। পাল্টা হামলার জখম অভিযুক্ত। গতকাল এই ঘটনা ঘটে ভাঙড়ের সাতুলিয়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, পারিবারিক জমি নিয়ে শরিকি বিবাদ দীর্ঘদিনের। অভিযোগ, গতকাল একপক্ষ রাস্তা আটকে দেওয়ার চেষ্টা করে। অপর পক্ষ সেই ছবি ক্যামেরাবন্দি করায়, তাদেরকে মারধর করা হয়। ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। অস্ত্র কেড়ে নিয়ে পাল্টা হামলা চালায় আক্রান্তরা। হামলাকারী-সহ উভয়পক্ষের ৬ জন হাসপাতালে ভর্তি। কাশীপুর থানায় দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে। 


এদিকে, জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্র হাওড়ার জগৎবল্লভপুরের পোলগুস্তিয়া এলাকা। বোমাবাজি, গুলি চলারও অভিযোগ করেছেন গ্রামবাসীরা। কয়েকজন গ্রামবাসী আহত হন। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ ও র‍্যাফ। গ্রামবাসীদের অভিযোগ, এলাকার একটি জমি জবরদখল করে নিতে চাইছে প্রোমোটারের দলবল। আজ সকালে প্রোমোটারের লোকজন এলে বাধা দেন গ্রামবাসীরা। তখনই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।  


আবার অন্যদিকে, বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে ফের তৃণমূল কর্মীর বাড়ি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা। এবারও অভিযোগের তির দুষকৃতীদের দিকে। অভিযোগ, আজ ভোররাতে তৃণমূল কর্মী আলম শেখের বাড়ির জানলা দিয়ে ছুড়ে জ্বলন্ত কাপড় ফেলা হয়। তৃণমূল কর্মীর পরিবার রক্ষা পেলেও, বাড়ির বেশ কিছু আসবাব পুড়ে যায়। এর আগে শনিবারও একইভাবে তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগানোর চেষ্টা হয়েছিল। কেন বারবার নিশানায় তৃণমূল কর্মী? রাজনৈতিক কারণ, নাকি ব্যক্তিগত শত্রুতা ? খতিয়ে দেখছে রামপুরহাট থানার পুলিশ।