PhonePe: সরকারি ওয়েবসাইটে না গিয়েও জমা দিতে পারবেন আয়কর (ITR)। এবার ফোনপে (PhonePe)-তেও পাবেন এই সুবিধা। জেনে নিন, কীভাবে কাজে লাগবে এই অ্যাপ।


২০২২-২৩ সালের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ এগিয়ে আসছে। আয়কর বিভাগ বারবার  নির্দিষ্ট সময়সীমার মধ্যে আইটিআর ফাইল করার পরামর্শ দিচ্ছে। একই সময়ে আপনি যদি এখনও আপনার আয়কর জমা না দিয়ে থাকেন, তবে দেশের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট অ্যাপ ফোন পে থেকে এটি সহজেই করতে পারেন। ফোন পে জানিয়েছে, এই অ্যাপ আয়কর বিভাগের পরিষেবা চালু করছে। বেতনভুক কর্মী ও ব্যবসায়ী উভয়ই এই পরিষেবার মাধ্যমে তাদের কর জমা দিতে পারেন। PhonePe-এর মাধ্যমে ট্যাক্স দেওয়ার সবচেয়ে বড় সুবিধা হল, এখানে আপনাকে এর জন্য ট্যাক্স পোর্টালে লগইন করতে হবে না।


ITR: ফোন পে ও পেমেটের মধ্যে চুক্তি
Phone Pe আয়কর জমা দেওয়ার সুবিধার্থে PayMate নামের একটি ডিজিটাল পেমেন্ট ও পরিষেবা প্রদানকারীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। এই অংশীদারিত্বের পরে বেতনভুক কর্মী  ও ব্যবসায়ী উভয়ই ২০২২-২৩ আর্থিক বছরের জন্য তাদের কর দিতে পারবেন। নতুন পরিষেবার বিষয়ে ফোনপে জানিয়েছে,  এখন করদাতারা আইটিআর ফাইল করার জন্য লগইন করার ঝামেলা থেকে মুক্তি পাবেন। তারা সহজেই ট্যাক্স জমা দিতে পারবেন। এর পাশাপাশি করদাতারা তাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে কর জমা দিয়ে ৪৫ দিনের সুদমুক্ত সময়ের সুবিধা নিতে পারবেন। ট্যাক্স জমা হয়ে গেলে তারা এক কর্মদিবসের মধ্যে ইউনিক ট্রানজ্যাকশন রেফারেন্স (UTR) নম্বর পাবেন। কর পরিশোধের চালান দুই কর্মদিবসের মধ্যে পাওয়া যাবে।


Income Tax Return: কীভাবে PhonePe তে ITR ফাইল করবেন
১ এর জন্য আপনি ফোন পে অ্যাপটি খুলুন ও আয়কর অপশনটি নির্বাচন করুন।
২ এর পরে জমা করতে হবে ট্যাক্সের পরিমাণ, মূল্যায়ন বছর ও প্যান কার্ডের বিবরণ।
৩ তারপর প্রয়োজনীয় অ্যামাউন্ট লিখুন ও পেমেন্ট অপশন নির্বাচন করুন।
৪ এর পরে আপনি পেমেন্ট করার পর দুই কর্মদিবসের মধ্যে পোর্টাল UTR নম্বর পাবেন, যা পোর্টালে আপডেট করা উচিত।


PhonePe: ট্যাক্স পেমেন্ট আরও সহজ 
ফোন পে-তে ট্যাক্স পেমেন্ট ফিচার আরও সহজ করা হয়েছে। এই ক্ষেত্রে ফোন পে করদাতাদের ট্যাক্স জমার প্রক্রিয়ার সহজ উপায় দিচ্ছে। ট্যাক্স পেমেন্ট করার পরে ব্যবহারকারীরা দুই দিনের মধ্যে UTR নম্বর পাবেন, যার তথ্য আপনি আয়কর পোর্টালে আপডেট করতে পারেন। মনে রাখবেন, আপনি শুধুমাত্র ফোনের মাধ্যমে আয়কর জমা দিতে পারবেন, তবে আপনাকে পোর্টালে গিয়ে রিটার্ন জমা দিতে হবে।


আরও পড়ুন Multibagger Penny Stock: ৫০০ টাকা পাঁচ বছরে আড়াই লাখে, একেই বলে মাল্টিব্যাগার !