সুকান্ত মুখোপাধ্যায়, সুকান্ত দাস ও রঞ্জিত সাউ, দক্ষিণ ২৪ পরগনা: ১-২ কোটি টাকা নয়। একশো কোটি টাকা। কুলতলির তৃণমূল বিধায়কের সম্পত্তির পরিমাণ এমনই, এমনটাই দাবি বিজেপির। আরটিআই বা তথ্য়ের অধিকার আইনে করা মামলায় এই খতিয়ান পাওয়া গিয়েছে বলে দাবি বিজেপির। পদ্ম শিবিরের অভিযোগ, কুলতলির তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের সম্পত্তির পরিমাণ ১০০ কোটিরও বেশি।  এই তথ্য সিবিআই, ইডি ও আয়কর দফতরকে জমা দিয়েছে বিজেপির আরটিআই সেল। তাঁর কোনও বেআইনি সম্পত্তি নেই, দাবি গণেশচন্দ্র মণ্ডলের। 


২০২১ সালের বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হন গণেশচন্দ্র মণ্ডল। তারপরেই নাকি তারঁ সম্পত্তির পরিমাণ লাফিয়ে বেড়েছে। এমনটাই দাবি বিজেপির। নিয়োগ দুর্নীতি, গরু ও কয়লা পাচারকাণ্ডে তোলপাড় হচ্ছে রাজ্য। এরই মাঝে তথ্যের অধিকার আইনে বিজেপির আরটিআই সেলের করা মামলায় সামনে এল কুলতলির তৃণমূল বিধায়কের বিপুল সম্পত্তি। বিজেপির দাবি, তথ্যের অধিকার আইনে পাওয়া খতিয়ান অনুয়ায়ী,  ৪টি ইটভাটা সহ ৩৯ থেকে ৪০টি স্থাবর সম্পত্তি রয়েছে গণেশচন্দ্র মণ্ডলের। তৃণমূল বিধায়কের মোট সম্পত্তির পরিমাণ ১০০ কোটিরও বেশি। গত বিধানসভা ভোটের সময় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় গণেশচন্দ্র মণ্ডল জানান,  তাঁর ১ কোটি ৫ লক্ষ ১০ হাজার ৫৫৮ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। ৮০ লক্ষের স্থাবর সম্পত্তি রয়েছে।


বিজেপির অভিযোগ:
মাত্র দু বছরের মধ্যে তৃণমূল বিধায়কের সম্পত্তি এতটা বৃদ্ধি পেল কীভাবে? তদন্তের দাবিতে সিবিআই, ইডি ও আয়কর দফতরে তথ্য জমা দিল বিজেপির আরটিআই সেল। নিজাম প্যালেস এবং সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভও দেখায় বিজেপি। কলকাতা হাইকোর্টেও মামলা দায়ের করেছে বিজেপির আরটিআই সেল।  


অভিযোগ অস্বীকার:
তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের দাবি, তাঁর কোনও বেআইনি সম্পত্তি নেই। তাঁর সম্পত্তির হিসেব আয়কর রিটার্নে দেখানো আছে। তিনি বলেন, 'আমার যা সম্পত্তি আছে আমার আয়কর রিটার্নে দেখানো আছে। আমার কোনও বেআইনি সম্পত্তি নেই। আর যে অভিযোগগুলো করা হচ্ছে এই অভিযোগগুলোর সত্যতা নেই।'


আগামীদিনে আরও অনেক শাসকদলের বিধায়কের সম্পত্তির তথ্য সামনে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। সব ঠিক থাকলে এই বছরেই পঞ্চায়েত ভোট। তার আগে ঘর গোছাতে শুরু করেছে সকলেই। এখন নানা দুর্নীতির অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। এই পরিস্থিতি স্থানীয় নেতা, বিধায়কদের সম্পত্তির পরিমাণকেই কি নিশানা করতে শুরু করেছে বিজেপি?


আরও পড়ুন: মোবাইল হারিয়েছে? এক ক্লিকেই ব্লক ফোন! খুঁজেও পাবে পুলিশ!