শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: বাঘের হানায় গুরুতর জখম হলেন এক মৎসজীবী। জখম মৎসজীবির নাম গৌড় মিস্ত্রি। শনিবার সকালে গোসাবার সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েত এর এমলী বাড়ি থেকে তিনজন মাছ ধরতে যায়। আজ দুপুরে যখন পিরখালী জঙ্গলের কাছে মাছ ধরছিল তখন একটি বাঘ আচমকা পীর খালির জঙ্গল থেকে বেরিয়ে এসে গৌর এর উপর আক্রমণ করে। গৌড়ের সঙ্গে থাকা দুই সঙ্গী বাঘের সাথে লড়াই করে উদ্ধার করে গৌরকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে গোসাবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর চিকিৎসা চলছে।
কিছুদিন আগেই সুন্দরবনে বাঘের হানায় মৃত্যু হয়েছিল এক মৎস্যজীবীর। উত্তর ২৪ পরগনার সন্দেশখালির খড়িয়াহাট গ্রাম থেকে গত বুধবার পাঁচজনের একটি মৎস্যজীবী দল নৌকা নিয়ে সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিল। সুন্দরবন বাগনা এলাকায় নৌকা রেখে মাছ ধরতে নামে ৩৬ বছরের অন্ন দাস। বাকি সঙ্গীরা নৌকাতেই ছিলেন। তখন ঝড় বৃষ্টি হচ্ছিল, সে কারণে, সকলে নদীতে নামেননি।
সঙ্গীরা জানান, হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসে রয়্যাল বেঙ্গল। জলে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে অন্ন দাসের উপর। অন্ন দাসের সঙ্গী সাধু মালি সহ বাকিরা ঝাঁপিয়ে পড়ে বাঘের ওপর লাঠি দিয়ে আঘাত ও চিৎকার শুরু করলে অন্ন দাসকে ছেড়ে পালিয়ে যায় বাঘটি। সরকারি সাহায্য যাতে পায় পরিবার, সেই ব্যবস্থা তিনি করবেন।
এদিকে অন্য একটি বিক্ষিপ্ত ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকা থেকে গ্রেফতার দুই দুষ্কৃতী। রফিকুল মোল্লা ও মাফিজুল গাজি নামের দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। গোপন খবরের ভিত্তিতে দুষ্কৃতীদের গ্রেফতার করল পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি গুলিভরা আগ্নেয়াস্ত্র।
আরও পড়ুন: 'বাংলাকে আর কতবার ভাসাবেন?' ডিভিসি প্রসঙ্গে কেন্দ্রকে তোপ মমতার