গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : শ্বশুরবাড়িতে মধ্যযুগীয় বর্বরতার শিকার হলেন এক গৃহবধূ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কাকদ্বীপের ঘটনা। বাড়ি থেকে টাকা চুরির অপবাদে গৃহবধূকে মারধর করে, মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠল শাশুড়ি ও ননদের বিরুদ্ধে।


আক্রান্ত হওয়া ওই স্বামী পরিযায়ী শ্রমিক, কেরলে থাকেন। শাশুড়ি ও দুই ননদের সঙ্গে থাকতেন গৃহবধূ। অভিযোগ গতকাল টাকা চুরির অপবাদ দিয়ে তাঁকে মারধর করে মাথা মুড়িয়ে দেওয়া হয় । গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করেন। শাশুড়ি ও এক ননদকে গ্রেফতার করেছে কাকদ্বীপ থানার পুলিশ (Kakdwip Police Station)। 


দক্ষিণ ২৪ পরগণা জেলায় এই ধরনের মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন এই প্রথম নয় ! বছর দুয়েক আগে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার সন্দেহে এক গৃহবধূকে ন্যাড়া করে কালি মাখিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবার থানা এলাকায়।


যার কয়েকদিন আগেই দক্ষিণ ২৪ পরগনারই ক্যানিংয়ে এক মহিলার মাথায় জল ঢেলে ব্লেড দিয়ে চুল কেটে দেওয়ার ছবি ধরা পড়েছিল ক্যামেরায়। সেখানেও কারণ একই ছিল। প্রতিবেশী যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার সন্দেহ আর তার জেরেই এমন মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী ছিল ক্যানিং।


                                                                                                                                                                                                                 


 


আরও পড়ুন- সুড়ঙ্গ-যন্ত্রণা ঘোচাতে যন্ত্র ছেড়ে আস্থা মানুষে, অন্ধকার কাটিয়ে আলোর মরিয়া খোঁজ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y