দক্ষিণ ২৪ পরগনা: মথুরাপুরে আবাস-দুর্নীতির (Awas Scam) অভিযোগে শাসক নেতাদের বিরুদ্ধে অভিযোগ খোদ বিডিও-র। আবাসের টাকা আত্মসাতের অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও-র অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয়েছে FIR।
কী অভিযোগ?
নদী তীরবর্তী এলাকা, অদূরেই সুন্দরবন। প্রাকৃতিক বিপর্যয় লেগেই আছে। কখনও ঝড়-জলে। কখনও বা নদী-ভাঙনে, ছিন্নভিন্ন হয়ে যায় মাথা গোঁজার ঠাঁইটুকু। অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও, পাকা বাড়ি মেলেনি দক্ষিণ ২৪ পরগনার এই এলাকার মানুষের। কোথাও আবাসে বেনিয়মের অভিযোগ। কোথাও সেই অভিযোগ ঘিরে দানা বাঁধছে ক্ষোভ-বিক্ষোভ। দিকে দিকে যখন তোলপাড় তখন, সময়সীমা পেরোনোর পরও টাকা না ফেরোনোর অভিযোগে ক্ষোভে ফুঁসছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি।
২০১৮ থেকে ২০২১-এর মধ্যে রায়দিঘির নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ওঠে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে প্রকৃত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা না দিয়ে শাসক দলের কর্মী, পঞ্চায়েত প্রধানের আত্মীয়দের অ্যাকাউন্ট নম্বর দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। গতবছর বিজেপি কর্মী দীপু বর কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই তদন্তে ২৭ জনের ভুয়ো অ্যাকাউন্টে টাকা ঢোকার তথ্যপ্রমাণ। এরপরই, ২৬ জনকে ১৫ দিনের মধ্যে ১ লক্ষ ২০ হাজার করে টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়। কিন্তু, একবছর পরেও সেই টাকার সিংহভাগই উদ্ধার হয়নি।
এর আগে অভিযোগকারীরা প্রশ্ন তোলেব, একবছর পরও টাকা না ফেরানোয় আত্মসাতকারীদের বিরুদ্ধে কেন FIR হল না? এবার বিডিও-র অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়ের হল FIR। এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় অন্যের নামে টাকা নিজের অ্যাকাউন্টে ঢোকার কথা স্বীকার করে নিয়েছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তৎকালীন পঞ্চায়েত প্রধান ও বুথ সভাপতি। এখনও তাঁরা কেউই পুরো টাকা ফেরাননি। এদিকে এদিন এপ্রসঙ্গে রায়দিঘির তৃণমূল বিধায়কের প্রতিক্রিয়া, 'দল কাউকে আড়াল করবে না, সরকারি কর্মীদের ভূমিকাও খতিয়ে দেখতে হবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Chinsurah Load Shedding: মেলেনি বেতন, তাই কাজে 'না'; কর্মীদের প্রতিবাদে অন্ধকারে ডুবল চুঁচুড়া