রঞ্জিত হালদার, নরেন্দ্রপুর: স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের বেধড়ক মারধর বহিরাগতদের। স্কুলের ভিতরে ভাঙচুর চালানোরও অভিযোগ। শনিবার নরেন্দ্রপুরের স্কুলে এই ঘটনা ঘটেছে। অভিযোগ,  কয়েকজন শিক্ষক-শিক্ষিকার মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়েছে। পড়ুয়াদের উপরও হামলা হয়েছে বলে অভিযোগ। প্রধান শিক্ষকের মদতে এই মারধরের ঘটনাবলে অভিযোগ আক্রান্ত শিক্ষক-শিক্ষিকাদের। স্কুলের প্রধান শিক্ষক যদিও অভিযোগ অস্বীকার করেছেন। হামলার জেরে স্কুলের ভিতর বেশ কিছু ক্ষণ আটকে ছিলেন শিক্ষক-শিক্ষিকারা। ঘটনাস্থলে পৌঁছেছে নরেন্দ্রপুর থানার বিরাট পুলিশ বাহিনী। (Narendrapur School)


এখনও প্রযন্ত যে খবর মিলেছে, তা হল, শনিবার সকালে নরেন্দ্রপুরের ওই স্কুলে প্রথম ক্লাস চলছিল। সেই সময় টিচার্স রুমে ১৮-২০ জন শিক্ষক-শিক্ষিকা ছিলেন। আচমকা সেখানে ২০-২৫ রুদ্রমূর্তি লোকজন ঢুকে পড়েন। কোনও রকম কথায় না গিয়ে শিক্ষক এবং শিক্ষিকাদের মারধর শুরু করেন তাঁরা। হামলার ছবি তুলতে গেলে তিন-চার জন শিক্ষক-শিক্ষিকার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙেও দেওয়া হয় বলে অভিযোগ। মারধর থেকে শিক্ষিকারাও রেহাই পাননি বলে দাবি সামনে এসেছে। (South 24 Parganas News)


কিন্তু কী কারণে এই হামলা হল, তার কারণ নিয়ে ধন্দ দেখা দিয়েছে। আক্রান্ত শিক্ষক-শিক্ষিকাদের একাংশের অভিযোগ, প্রধান শিক্ষকের মদতেই বহিরাগতরা ঢুকে হামলা চালিয়েছেন। তাঁরা জানিয়েছেন, স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সম্প্রতি একটি মামলা করেন তাঁরা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের হয় মামলা। এখনও আদালতে রয়েছে সেই মামলা। তার মধ্যেই মামলা তুলে নিতে বেশ কয়েক বার চাপ দেওয়া হয়। তাতে রাজি না হওয়াতেই এদিন বহিরাগতদের ঢুকিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ আক্রান্ত শিক্ষক-শিক্ষিকাদের।


আরও পড়ুন: Supreme Court: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে SLP দায়ের করল রাজ্য, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে


যদিও প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, আক্রান্ত শিক্ষক-শিক্ষিকারা এখনও পর্যন্ত তাঁর কাছে কোনও অভিযোগ জানাননি। তবে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।  খবর পেয়ে ওই স্কুলে নরেন্দ্রপুর থানা থেকে বিরাট পুলিশবাহিনী এসে পৌঁছয়। কিন্তু যাঁরা শিক্ষক-শিক্ষিকাদের মারধর করলেন, এখনও পর্যন্ত তাঁদের শনাক্ত করা যায়নি। তবে সরাসরি প্রধান শিক্ষককেই কাঠগড়ায় তুলছেন আক্রান্ত শিক্ষক-শিক্ষিকারা। 


শনিবার এমনিতে অর্ধদিবস স্কুল চলে। কিন্তু এদিন প্রথমন পিরিয়ড শুরু হওয়ার কিছু ক্ষণের মধ্যেই স্কুলে বহিরাগতরা ঢুকে পড়েন বলে অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকাতেও। স্কুলের বাইরে ভিড় জমান স্থানীয়রা। কী এমন পরিস্থিতি তৈরি হল যে স্কুলে বহিরাগতরা ঢুকে পড়লেন, উঠছে প্রশ্ন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।