রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: কাঁটাতারের বেড়া বাধা হয়ে দাঁড়ায়নি প্রেমের পথে। কিন্তু পরিণয়সূত্রে বাঁধা পড়তে গেলেই দেখা দেয় বিপত্তি। কিন্তু বিধিনিষেধের তোয়াক্কা কবেই বা করেছে মন! তাই সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন এই বাংলায়। কালীঘাট মন্দিরে গিয়ে সেরে ফেলেছিলেন বিয়েও। কিন্তু আইন-কানুনের ঊর্ধ্বে যেতে পারলেন না বাংলাদেশ (Bangladesh) থেকে আসা মহিলা। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
জঙ্গল, নদী পেরিয়ে ভারতে প্রবেশ কৃষ্ণার
বাঘে খাবে, নাকি টেনে নিয়ে যাবে কুমিরে, তার তোয়াক্কা করেননি কৃষ্ণা মণ্ডল। তাই সুন্দরবনের জঙ্গল পেরিয়ে বাংলাদেশ থেকে চলে এসেছিলেন পশ্চিমবঙ্গে। সে প্রায় মাস ছয়েক আগের ঘটনা। তার পর বিয়ে করেছিলেন, পেতেছিলেন সংসারও। কিন্তু অনুপ্রবেশকারী হিসেবেই চিহ্নিত হলেন তিনি। গ্রেফতার হতে হল পুলিশের হাতে।
দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas News) নরেন্দ্রপুর (Narendrapur News) থানার অন্তর্গত রানিয়া থেকে কৃষ্ণাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে ফেসবুকে রানিয়ার বাসিন্দা অভীক মণ্ডলের সঙ্গে আলাপ কৃষ্ণার (Bangladeshi Woman)। ক্রমে সেই আলাপ, পরিচয় প্রেমে পরিণত হয়। সেই ভালবাসাকে পূর্ণতা দিতে জঙ্গল পেরিয়ে, নদী সাঁতরে এ পারে চলে আসেন তিনি।
আরও পড়ুন: SSC Scam: বিনা আবেদনেই চাকরির 'সুপারিশপত্র'! SSC দুর্নীতি মামলায় CBI-র হাতে নতুন তথ্য।Bangla News
পুলিশ জানিয়েছে, জঙ্গলে বাঘের ভয় যেমন ছিল, তেমন জলেও ছিল বিপদ। কিন্তু সবকিছু উপেক্ষা করেই ভারতে ঢোকেন কৃষ্ণা। সাঁতার কেটে নদী পেরোতেই শুধু কেটে যায় এক ঘণ্টা। তার পর প্রেনিকের সঙ্গে বিয়ে, সংসার পাতা।
গোপন সূত্রে খবর পেয়ে পদক্ষেপ পুলিশের
সম্প্রতি গোপন সূত্রে, বিষয়টি পুলিশের কানে পৌঁছয়। বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের জন্য তাই গ্রেফতার করা হয় কৃষ্ণাকে। তাঁকে আদালতে পেশ করতে চলেছে নরেন্দ্রপুর থানার পুলিশ (Infiltration)।