সুকান্ত দাস, দক্ষিণ ২৪ পরগনা: জয়নগরে (Jaynagar) গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু হয়েছে ৪ জনের। বেশ কয়েকজন আহত হয়েছেন, ২ জনের অবস্থা আশঙ্কাজনক।তাঁদেরকে কলকাতায় (Kolkata) স্থানান্তরিত করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে জয়নগর ও বকুলতলা থানার পুলিশ (Jaynagar and Bakultala Thana Police)।


সিলিন্ডার ফেটে অঘটন


সরস্বতী পুজোর রাতে  চিংড়িঘাটার (Chingrighata) সুকান্তনগরে (Sukantanagar) এভাবেই গ্যাস সিলিন্ডার ফেটে মর্মান্তিক ঘটনা ঘটে। সেখানে একটি বাড়িতে রাতে হঠাৎ আগুন লেগে যায়। সূত্রের খবর, গ্যাস সিলিন্ডার ফেটে এই ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় বড়সড় কোনও দুর্ঘটনা না হলেও জানা গিয়েছে জখম হন ৭ জন। তবে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন পৌঁছয়। তবে বাইশের শেষে ও তেইশের শুরুতেও এমন ঘটনার সাক্ষী হয়েছে রাজ্য।  


 রাজভবনে আগুন 


সম্প্রতি রাজভবনের তিনতলায়তেও আগুন লাগার ঘটনা ঘটে।  রাজ্যপালের বৈঠক চলাকালীন আগুন লাগে রাজভবনে। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। শর্টসার্কিট থেকে আগুন বলে অনুমান করা হয়। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে দমকলের ২ট ইঞ্জিন। রাজভবনের কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আচমকাই রাজ্যপালের বলরুমে আগুন লাগে বলে খবর সূত্রের। রাজভবনের বলরুমে টিউব ও বিদ্যুতের তারে আগুন লাগে বলে সূত্রের খবর।


বৈঠক ছেড়ে চলে আসেন রাজ্যপাল


অনেকদিন বিদ্যুতের তারের কোনও রক্ষণাবেক্ষণ হয়নি বলে অভিযোগ। যেখানে আগুন লাগে তার কাছেই রাজ্যপাল বৈঠক করছিলেন। এদিকে বলরুমের পাশেই রয়েছে রাজ্যপালের থাকার ঘর বা রাজ্যপালের স্যুইট। সূত্রের খবর, আগুন লাগার খবর দেন চাপরাশি। চাপরাশির মুখে সেই খবর পেয়েই বৈঠক ছেড়ে ওই জায়গায় চলে আসেন রাজ্যপাল। ততক্ষণে রাজভবনের নিরাপত্তারক্ষীরা অগ্নিনির্বাপণ যন্ত্র নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। 


আরও পড়ুন, সোমবার কলকাতার থেকে সস্তা জ্বালানি কোন শহরে ?


 গুদামে ভয়াবহ আগুন


ওই একইদিনে বজবজে জুটমিলের গুদামে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন যায়। জুটমিলের গুদামে আগুন  লাগে। শর্টসার্কিট থেকে আগুন, প্রাথমিক অনুমান দমকল। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা। এদিন হঠাৎই আগুনের লেলিহান শিখা দেখা যায়। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। আশেপাশে জলাশয় না থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলকে। প্রাথমিক দমকলের অনুমান, শর্টসার্কিট থেকে লাগে আগুন।