চেন্নাই: আইএসএলে (ISL) বিগত দুই ম্যাচের একটিতে জয় পেয়েছিল এবং একটিতে শেষের দিকে গোলে ড্র করেছিল ইস্টবেঙ্গল (East Bengal vs Chennaiyin)। তবে আবার যেই কে সেই। চেন্নাইয়িনের বিরুদ্ধে ২-০ পরাজিত হল বিবর্ণ ইস্টবেঙ্গল। আট ম্যাচ পরে অবশেষে জয় পেল চেন্নাইয়িন। পরাজয়ের পর ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine) কোনও রাখঢাক না করেই মেনে নিলেন তাঁর দল এ মরসুমে সেরা ছয়ে থাকার যোগ্য নয়।


বিবর্ণ লাল হলুদ


গোলশূন্য় প্রথমার্ধের পর ম্যাচের দ্বিতীয়ার্ধেই দুই গোল আসে। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার তিন মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের ডিফেন্ডার লালচুংনুঙ্গার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে লাল হলুদ। এরপর ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট তিনেক আগে বাংলারই ছেলে রহিম আলি বাংলার ক্লাব ইস্টবেঙ্গলের পরাজয় সুনিশ্চিত করেন। তিনি দক্ষিণের ক্লাবের হয়ে দ্বিতীয় গোলটি করেন। ২-০ এই জয়ের ফলে ১৮ ম্যাচে ২১ পয়েন্ট পেয়ে আট নম্বরে রইল চেন্নাইয়িন। 


ছয়ে থাকা এফসি গোয়ার থেকে রহিম আলিরা আপাতত ছয় পয়েন্টে পিছিয়ে থাকলেও, খাতায় কলমে এখনও পরের পর্বে পৌঁছনোর দৌড়ে রইল তাঁরা। অপরদিকে, ইস্টবেঙ্গলের পারফরম্যান্স গোটা ম্যাচ জুড়েই বেশ হতাশাজনক। ম্যাচে কোনওসময়ই প্রতিপক্ষ রক্ষণকে চাপে ফেলতে পারেনি লাল হলুদের ফুটবলাররা। ম্যাচের পরে কোচ কনস্ট্যান্টাইনের কথাতেও হতাশা স্পষ্টভাবেই বোঝা গেল।


 






হতাশ কোচ


ম্য়াচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'আমাদের দলে বর্তমানে যা খেলোয়াড় রয়েছে, তাতে আমরা কোনওভাবেই প্রথম ছয়ে থাকার দাবি জানাতে পারি না। দলে তেমন মানের খেলোয়াড় নেই, তাও ভাল পারফরম্যান্সের আশা করছি, এমনটা কী করে সম্ভব। আমরা প্রচুর পরিশ্রম করেছি এবং আগের (মরসুম) থেকে বেশি ম্যাচও জিতেছি। এই ম্যাচে নামার আগে দুই ম্য়াচে আমরা অপরাজিতও ছিলাম। এ মরসুমটা আমরা যেমন চেয়েছিলাম, তেমন কাটেনি বটে। তবে আমরা পরের মরসুমে প্রস্তুত হয়েই মাঠে নামব এবং আশা করছি দল লিগে প্রথম ছয়েও থাকবে।'


আসন্ন রবিবার সদ্যই লিগ শিল্ডজয়ী মুম্বই সিটির বিরুদ্ধে মাঠে নামবে কনস্ট্যান্টাইনের দল। আর মরসুমে নিজেদের শেষ ম্যাচে, ২৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।


আরও পড়ুন: রিচা-জেমাইমার দুরন্ত পার্টনারশিপে ৭ উইকেটে পাকিস্তানকে হারাল ভারত