রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: গড়িয়া, সোনারপুর-সহ একাধিক ছিনতাইকাণ্ডের কিনারা করল পুলিশ (Police)৷ অল্পবয়সী মেয়েদের টার্গেট করে তাদের উত্যক্ত করে বহুদিন ধরেই ছিনতাইয়ের অপারেশন চালানো হচ্ছিল গড়িয়া, মহামায়াতলা, রাজপুর, সোনারপুর, বারুইপুরের বিস্তীর্ণ এলাকায়। আর এবার এই ঘটনায় যবনিকা টানল বারুইপুর পুলিশ (Baruipur Police)।


মূলত, দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় স্কুল বা কলেজ ছাত্রী এইরকম অল্পবয়সী মেয়েদের টার্গেট করে তাদের উত্যক্ত করে চলছিল ছিনতাই ৷ বাইকে করে আচমকা তাঁদের পাশে এসে টোন কেটে বা শিস দিয়ে তাদের অন্যমনস্ক করা হত ৷ তারপর তাদের কাছে থাকা মোবাইল ফোন বা ব্যাগ নিয়ে ছিনতাই করে চম্পট দিত অপরাধীদের দল ৷ আগে থেকে ফলো করে এই কাজ করত তারা ৷ গড়িয়া, মহামায়াতলা, রাজপুর, সোনারপুর, বারুইপুর এলাকা জুড়ে চলত এই অপারেশন ৷


মূলত একা থাকলে তবেই তাদের টার্গেট করা হত ৷ ডাকাত সন্দেহে ধৃত ৬ জনকে জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ৷ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪ টি মোবাইল ও ৫টি চোরাই বাইক উদ্ধার করা হয়েছে ৷ বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানান সোর্স মারফত খবর পেয়ে ভোররাতে পোলঘাট অঞ্চলের একটি কারখানার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয় ৷ তাঁদের কাছ থেকে মোবাইল ও বাইক ছাড়াও ডাকাতির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে ৷


জানা গিয়েছে, চোরাই বাইক নিয়ে তারা বিভিন্ন অপারেশন করত৷ এলাকার বেশ কিছু চুরি ও ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজে এই গ্যাংকে দেখতে পায় পুলিশ ৷ ঘটনার তদন্তে নেমে আসিফ খান, সাহিল মন্ডল, বিলুয়ার হোসেন গাজি, সাগির গাজি, জাহাঙ্গীর গাজি ও রুপ নস্কর নামে মোট ৬ জনকে গ্রেফতার করে পুলিশ ৷ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ 


আরও পড়ুন, 'কংগ্রেসকে প্রতিদান মমতার', কৌস্তভের গ্রেফতারিতে প্রতিক্রিয়া শুভেন্দুর


প্রসঙ্গত, গতবছর ছিনতাইকাণ্ডকে ঘিরে একটি মর্মান্তিক ঘটনা ঘটে হাওড়ায়। এরপরেই প্রশ্নের মুখে ওঠে নিরাপত্তা। হাওড়ার সাঁকরাইলে বাড়ির কাছেই প্রাণঘাতী হামলা শিকার হন এক ব্যবসায়ী। হামলায় জখম করে তাঁর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে দুষ্কৃতীরা। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর উপর হামলা করে দুষ্কৃতীরা। প্রায় ২ লক্ষ টাকা লুট করা হয় বলে অভিযোগ ওঠে সেবার। গতবছর নভেম্বর মাসে রাত বারোটা নাগাদ হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত চাপাতলা সর্দারপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।