কলকাতা: কৌস্তভ বাগচী গ্রেফতারে (Kaustav Arrested) প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মনে করালেন মমতার প্রতি কংগ্রেসের অবদানের কথা। বললেন, 'সঠিক সময়ে কংগ্রেসকে (Congress) প্রতিদান দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। '


শুভেন্দু এদিন বলেন, 'ভবানীপুরের উপ নির্বাচনে, কমপার্টমেন্টাল চিফ মিনিস্টার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দিতা করেছিলেন।এমএলএ হওয়ার জন্য, মুখ্যমন্ত্রীত্ব পদ বাঁচানোর জন্য।  তখন এই প্রদেশ কংগ্রেস প্রকাশ্যে প্রার্থী না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন ঘোষণা করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সঠিক সময়ে কংগ্রেসকে তার প্রতিদান দিচ্ছেন। এবং আমি আশা করব, যেভাবে কংগ্রেসের সর্ব ভারতীয় নেতা কপিল সিব্বল বা মনু সিংভি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে নানাভাবে সাহায্য করছেন প্রতিদিন, ঠিক একইভাবে কৌস্তভ বাগচীকে, তাঁদেরই সহকর্মী, কপিল সিব্বল বা মনু সিংভি-র সহকর্মী, তাঁকেও সাহায্য করবেন, তার দ্রুত জামিনে মুক্তি পাওয়ার বিষয়ে।' 


প্রসঙ্গত, সাগরদিঘির ফলপ্রকাশের (Sagardighi By ELection Result) পরই অধীর চৌধুরীকে (Adhir Chowdhury) আক্রমণ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। প্রশ্ন তোলেন, প্রদেশ কংগ্রেস সভাপতির মেয়ে ও গাড়িচালকের মৃত্য়ু নিয়ে। এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অবসরপ্রাপ্ত IAS অফিসার দীপক ঘোষের লেখা বই নিয়ে তৃণমূল নেত্রীকে পাল্টা আক্রমণের কৌশল নিল কংগ্রেস (Congress)। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'এত বড় বড় কথা বলছে। তার মেয়ের আত্মহত্য়া নিয়ে আমি যদি জিজ্ঞেস করি, কিছু বলতে পারবে? 'তিনি আরও বলেন, 'তাঁর গাড়ির ড্রাইভারের আত্মহত্য়া, খুন নিয়ে যদি আমি বলি জোড়া খুন, কিছু বলতে পারবে? অনেক ঘটনা আমি জানি, আমার মুখ খোলাবেন না।' এরপরেই কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেন, 'রাজনৈতিক দেউলিয়া হয়ে গেছে একটা নির্বাচনে হেরে। তাই এই মন্তব্য। কংগ্রেসও ছেড়ে কথা বলবে না। অধীর চৌধুরী বারণ করেছিলেন এ নিয়ে বলতে। চুপ থাকব না। দল থেকে যদি তাড়িয়েও দেয়, তাও না।' 


আরও পড়ুন, 'যদি ভাবে, ভয় পেয়েছি, ভুল করবে', জেল থেকে বেরিয়েই হুঙ্কার নৌশাদের


তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'এত বড় বড় কথা বলছে। তার মেয়ের আত্মহত্য়া নিয়ে আমি যদি জিজ্ঞেস করি, কিছু বলতে পারবে? 'তিনি আরও বলেন, 'তাঁর গাড়ির ড্রাইভারের আত্মহত্য়া, খুন নিয়ে যদি আমি বলি জোড়া খুন, কিছু বলতে পারবে? অনেক ঘটনা আমি জানি, আমার মুখ খোলাবেন না।' এরপরেই কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেন, 'রাজনৈতিক দেউলিয়া হয়ে গেছে একটা নির্বাচনে হেরে। তাই এই মন্তব্য। কংগ্রেসও ছেড়ে কথা বলবে না। অধীর চৌধুরী বারণ করেছিলেন এ নিয়ে বলতে। চুপ থাকব না। দল থেকে যদি তাড়িয়েও দেয়, তাও না।' যদিও এদিন গ্রেফতারের পর আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেন, 'মাতৃসমা মুখ্যমন্ত্রী পৃত্রসম কৌস্তচ বাগচীকে ভয় পেয়েছেন, এটাই আমার রাজনৈতিক জয়। সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেফতার। মনে করেছে তাই তুলে নিয়ে যাওয়ার মতো। মুখ্যমন্ত্রীর সঙ্গে এবার কোর্টে ও রাজপথে দেখা হবে'।