দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুরে যুবকের রহস্যমৃত্যু। মৃতের নাম অসীম জানা। স্থানীয় সূত্রে খবর, ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে। যদিও সোনারপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার।

আরও পড়ুন, প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, প্রদেশ কংগ্রেস দফতর বিধানভবনেও 'ভাঙচুর', ছিঁড়ে ফেলা হল রাহুল গান্ধীর পোস্টার-ব্যানার !

রাতে তাঁর বাড়ি থেকে প্রচণ্ড শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা

ঘটনার সময়, রাতে তাঁর বাড়ি থেকে প্রচণ্ড শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় যুবককে মাটিতে পড়ে থাকতে দেখা যায় বলে জানান স্থানীয়রা। এরপরে পুলিশ এসে দেহ উদ্ধার করে।স্থানীয় সূত্রে খবর,বছর খানেক আগে সোনারপুরে ঘরভাড়া নিয়েছিলেন ওই যুবক। ঘটনার দিন রাতে তাঁর বাড়িতে বন্ধু-বান্ধব আসেন বলে জানান প্রতিবেশীরা। নিছক দুর্ঘটনা, না অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ।

নিছকই পা হড়কে পড়ে গিয়েছিলেন ওই যুবক নাকি, এই পড়ে যাওয়ার পিছনে অন্য কোনও কারণ ?

মূলত ঘটনার সময়, ঠিক কী হয়েছিল, নিছকই পা হড়কে পড়ে গিয়েছিলেন ওই যুবক নাকি, এই পড়ে যাওয়ার পিছনে অন্য কোনও কারণও লুকিয়ে রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্টেই প্রকাশ্যে আসবে। তবে কেনই বা ওই যুবক হঠাৎ এই বৃষ্টিভেজা আবহাওয়ার মধ্যে ছাদে গিয়েছিল, কেউ তাঁকে ফোন করে ডেকেছিল কিনা, তেমন কোনও খবর প্রকাশ্যে আসেনি। কাছাকাছি কোনও সিসিটিভি ফুটেজও রয়েছে কিনা, তাও এখনও জানা যায়নি।

 উঠেছে প্রশ্ন

 সম্প্রতি কাটোয়া মহকুমা হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ভিতর স্টোররুম থেকে পচাগলা দেহ উদ্ধার হয়। সবার নজর এড়িয়ে কীভাবে দেহ গেল হাসপাতালের স্টোররুমে? তা নিয়েই উঠেছে প্রশ্ন। পুলিশের প্রাথমিক অনুমান, ৫ দিন আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।কাটোয়ার SDPO এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। ঘর থেকে দেহ উদ্ধারের ঘটনায় পুরুষ ওয়ার্ডের  ইনচার্জ অব নার্স কে শো-কজের সিদ্ধান্ত । উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গড়ে তদন্তের সিদ্ধান্ত, জানান হাসপাতালের সুপার। নার্স, চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে।   হাসপাতালে রয়েছে পুলিশ ক্যাম্প বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা। হাসপাতালের পুরুষ ওয়ার্ডের পিছনের পরিত্যক্ত ঘর থেকে দেহ উদ্ধারের ঘটনায় পুরুষ ওয়ার্ডের  ইনচার্জ অব নার্সকে শো-কজ করা হবে। উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে ঘটনার তদন্ত করা হবে। জানালেন কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল।  ইতিমধ্যে পুরুষ ওয়ার্ডের দায়িত্ব পালন করেছে এরকম নার্স, চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসাবাদ করা শুরু  হয়েছে।