গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: কালীপুজোর (Kalipuja 2023) আগে বাঘের আতঙ্কে ঘুম উড়েছে সুন্দরবনের পাথরপ্রতিমার গোবর্ধনপুর উপকূল থানা এলাকার মানুষের(Tiger Fear)। এই এলাকার এলপ্লট-শ্রীধরনগরের পর এবার ইন্দ্রপুরেও লোকালয়ের ধারেও মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ। সেই আতঙ্কে শনিবার সকালেও লাঠি হাতে পাহারা দিতে দেখা গিয়েছে স্থানীয় বাসিন্দাদেরকে।
জাল দিয়ে ঘিরে ফেলা হল এলাকা
বন দফতর জানিয়েছে, এই মাসের শুরুতেই এই বাঘটি এলপ্লট -শ্রীধর নগর এলাকার লোকালয়ে ঢুকে পড়েছিল। এর নদীর পাড় বরাবর বেশ কিছু এলাকায় বাঘটি ঘোরাঘুরি করার পর চলে যায় ধনচির জঙ্গলে। ওই বাঘটিরই পায়ের ছাপ দেখা গিয়েছে ইন্দ্রপুরে। এটা নতুন কোনও বাঘের পায়ের ছাপ নয়। ইতিমধ্যেই লোকালয়ের দিকে প্রায় ১৮ কিলোমিটার এলাকা জাল দিয়ে ঘিরে ফেলার কাজ চলছে।
পৃথক দাবি
দক্ষিণ ২৪ পরগনার ডিএফও মিলন মণ্ডল জানিয়েছেন, 'নতুন করে কোনও বাঘের পায়ের ছাপ পাওয়া যায়নি। আগের বাঘটি বাঘটি লোকালয় থেকে আগেই বেরিয়ে গিয়েছে। ধনচির জঙ্গলে থাকা ক্যামেরায় বাঘটির ছবি ধরা পড়েছে। এলাকাবাসীর আতঙ্কগ্রস্ত হওয়ার দরকার নেই। নতুন করে কোনও বাঘের পায়ের ছাপ দেখা যায়নি। ইতিমধ্যে গোটা এলাকাও জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
ভয়ে কাঁটা এলাকাবাসী
এর আগে দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন গ্রামবাসীরা। আর এতেই আতঙ্কিত স্থানীয়রা। গ্রামে বাঘ ঢুকেছে বলে দাবি স্থানীয়দের।গ্রামবাসীদের দাবি ছিল, সকালে নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন তাঁরা। পূর্ব দেবীপুর ঘোষের চক গ্রামে পায়ের ছাপ দেখা গিয়েছিল বলে দাবি স্থানীয়দের। লাগোয়া মনি নদী পার হয়ে বাঘ গ্রামে ঢুকেছে বলে নিশ্চিত স্থানীয়রা। তাঁদের আশঙ্কা, বাঘ ধান ক্ষেতের মধ্যে রয়েছে। খবর দেওয়া হয়েছিল মৈপীঠ থানা ও বনদফতরকে। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল মৈপীঠ কোস্টাল থানা ও বন দফতরের কর্মীরা।
আরও পড়ুন, ঘুমপাড়ানি গুলিতেই কাবু, আহত দাঁতালের পায়ের ক্ষত সারাল বন দফতর