দক্ষিণ২৪ পরগনা: বারুইপুরে আক্রান্ত তৃণমূল নেতা। পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যার স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। হামলার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ গতকাল দলীয় সভা থেকে ফেরার পথে কয়েকজন মত্ত বিজেপি কর্মীর সঙ্গে ওই শাসক নেতার বচসা বাধে। ইট দিয়ে ওই বিজেপি কর্মীরা মেরে তৃণমূল নেতার মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। আক্রান্তকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে, একজনকে আটক করেছে পুলিশ। 


সম্প্রতি সন্দেশখালির তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা, ভাঙচুরের চেষ্টার অভিযোগ উঠেছিল তৃণমূলেরই উপপ্রধানের বিরুদ্ধে। হামলাকারী তৃণমূল নেতা, জেলবন্দি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে অভিযোগ তুলেছিলেন বিধায়ক সুকুমার মাহাতো। পাল্টা জনরোষের তত্ত্ব খাড়া করেছিলেন অভিযুক্ত তৃণমূল নেতা। ফের শিরোনামে আসে সন্দেশখালি। ফের সামনে এল সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ও জেলবন্দি শেখ শাহজাহানের অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব!এবার খোদ তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা, ভাঙচুরের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলেরই উপপ্রধানের বিরুদ্ধে। 


 স্থানীয় একটি ক্লাবে কালীপুজোর উদ্বোধনে গিয়েছিলেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। সেখান থেকে ফেরার পথে শিমুলআটি বাজারের কাছে আচমকা তৃণমূল বিধায়কের গাড়ি ঘিরে শুরু হয়েছিল বিক্ষোভ। হামলা ভাঙচুরের চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ। বিধায়কের অনুগামীদের বাইকেও চলে ভাঙচুর।তৃণমূল বিধায়কের অভিযোগ, হামলা চালানো হয় হাটগাছি পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান কাদের মোল্লার নেতৃত্বে, যিনি জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত। 


সন্দেশখালির  তৃণমূল কংগ্রেস বিধায়ক  সুকুমার মাহাতো বলেন,  দেখুন, রাতের অন্ধকারে এরা যারা দুষকৃতী ছিল, তাদের কাছে আগ্নেয়াস্ত্র থাকে। আমরা সেই সময় গাড়ির মধ্যে। বাইরে অনেক ৩০-৪০জনের একটা দল ছিল। প্রথমে আমাদের গাড়িতে ইট-পাটকেল মারে। গাড়ি থামানোর চেষ্টা করে। কিন্তু আমরা আস্তে আস্তে গাড়িটা আগাই বাজারের মধ্যে। তখন বাইকে যারা পিছনে ছিল, তাদের ধরে মারধর করে।  এরা কাদের ঘনিষ্ঠ এবং শেখ শাহজাহানেরও ঘনিষ্ঠ। 


আরও পড়ুন, তৃণমূলের বিজয়া সম্মিলনীতে গরহাজির খোদ গোসাবার TMC বিধায়ক ! 'তোলাবাজির অভিযোগে..'


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।