কলকাতা: ছাব্বিশের ভোটের আগে প্রকাশ্যে আসছে একের পর এক অঘটনের খবর। এবার নরেন্দ্রপুরে তৃণমূলকর্মীর দেহ উদ্ধার হয়েছে। বাড়ি বিষ্ণুপুরে, মৃতের নাম সুদীপ নাড়ু। নোনা জয়কৃষ্ণপুরে ঝোপ থেকে উদ্ধার গলায় ফাঁস লাগানো দেহ। যদিও খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার।

আরও পড়ুন, 'কলেজে কলেজে মনোজিতরা আছে, এরা ভাইপো গ্যাং..' ! কাদের 'গ্যালারি' প্রকাশ্যে আনার হুঁশিয়ারি শুভেন্দুর ?

সিন্ডিকেট ও প্রোমোটিংয়ের কাজে যুক্ত ছিল, গাড়ি চালাত, দাবি পরিবারের। ৫-৬ মাসে আগে গন্ডগোল হয়েছিল, অভিযোগ পরিবারের। নরেন্দ্রপুর থানায় খুনের অভিযোগ দায়ের পরিবারের। সুদীপ দলের সক্রিয় কর্মী, নেপথ্যে স্থানীয় দুষ্কৃতীরা, অভিযোগ বিষ্ণুুপুরের তৃণমূল বিধায়কের। সিন্ডিকেটের মাল ফেলাকে কেন্দ্র করে গন্ডগোল, নেপথ্যে রাজনীতি নেই, দাবি পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলের।